Tuesday, February 16, 2010

সেভ আওয়ার টাইগার্স




সেদিন টেলিভিশনে এই বিজ্ঞাপনটা দেখছিলাম। আর মন বিষন্নতায় ছুয়ে যাচ্ছিল! আহারে কি কিউট বাঘ, তার মা হারাচ্ছে! বিলীন হয়ে যাচ্ছে বাঘ।

পাশের দেশ ভারতে বাঘ বাঁচানোর জন্য এমন কর্মসুচী চলছে এখন। যেখানে ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো অনেক তারকাই যোগ দিয়েছেন। নানাভাবে তারা বোঝাচ্ছেন! বন্য প্রানীটিকে নিরাপদে বাঁচতে দিতেই হবে!

কিন্তু আমরা কি ভাবছে এটা নিয়ে। এইতো কিছুদিন আগেই দেখলাম-সাতক্ষীরায় গ্রামবাসী মিলিয়ে পিঠিয়ে মেরেছে এক বাঘ! জনারন্যে বাঘ আসছে তখন তাকে আটকানোর বদলে একেবারে মেরে ফেলা হচ্ছে! প্রায়ই এমন ঘঠনা ঘটছে বাংলাদেশে! এভাবে চলতে থাকলে রয়েল বেঙ্গল টাইগারের দেশ একদিন টাইগার শুন্য হয়ে যাবে! আশংকা সেই দিন বুঝি বেশি দুরে নেই...

দ্বায়িত্বশীলরা কি কিছু শুনতে পারছেন?

No comments: