Friday, March 23, 2018

হেরে গেলে শেইম শেইম

১৬ কোটির এই দেশে প্রত্যেকেই একেক জন ক্রিকেট এক্সপার্ট। সবাই সবার চেয়ে বেশি বুঝে। এমন কী সাকিব-মাহমুদউল্লাহর চেয়ে ক্রিকেট জ্ঞান বেশি পাড়া মহল্লার করিম-রহিম-আবদুল্লাহর! ফেসবুকের স্ট্যাটাসে তো এক যন্ত্রণা আছেই, সকাল থেকে যেখানে যাচ্ছি সেখানেই শুনছি এইসব এক্সপার্ট মাল-দের বিশ্লেষণ। সৌম্যকে কেন শেষ ওভারে দেয়া হল, কেন সাকিব এতো বাজে ক্যাপ্টেন্সি করল, কেন রুবেল তার শেষ ওভারে ২২ রান দিল... প্রশ্নের পর প্রশ্ন! যে করেই হোক জয়ই যেন শেষ কথা! জিতে গেলে হুররে, হুররে.. আর হেরে গেলে শেইম শেইম!
অথচ এইসব কুতুবরা নিজেদের কাজটা ঠিকঠাক মতো কখনো শেষ করেছেন বলে মনে হয় না! বিনীত অনুরোধ-অনেক হয়েছে- মাঠের ক্রিকেট নিছকই একটা বিনোদন। একটা টুর্নামেন্ট শেষ সামনে আরেকটা আসবে। তাছাড়া মুশফিক-মাশরাফিদের ব্রেড এন্ড বাটার নিয়ে না ভাবলেও চলবে। আমরা বরং চলুন নিজেদেরটা নিয়েই ভাবি।
ক্রিকেটারদের দিকে আঙুল তোলার আগে আমরা চলুন নিজেদের আয়নায় দেখি। নিজেদের কাজটা ঠিকঠাক মতো করি। তাহলে একসময় শুধু ক্রিকেট না. সব কিছুতেই ভারত, শ্রীলঙ্কা এমন কী ইংল্যান্ডের সঙ্গেও ফাইট দিতে পারবো আমরা!

Tuesday, March 6, 2018

‘নিন্দিত নন্দন’ ফেরদৌসী প্রিয়ভাষিণী


''একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি''
দুপুর থেকেই কেমন যেন বিষন্নতায় ডুবে আছি। পেশাদারি সমর্পনের কাছে এইসব আবেগের মূল্য নেই বলেই হয়তো যা করার সবই করে গেলাম, দিনভর! প্রচন্ড ব্যস্ত একটা দিন শেষেও সেই একইভাবে যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছে! কি যেন বলতে চাইছি, ঠিক বলে উঠতে পারছি না। কিছু কি হারিয়ে গেল, চিরতরে?
আপনি তো চলেই যেতে পারতেন সেই ৭১'এ! হায়েনারা তো শেষই করে দিতে চেয়েছিল আপনাকে। তারপরও অদম্য সাহস আর বিশাল ব্যক্তিত্বকে সঙ্গী করে মাথা উচু করেই প্রাণ দিয়ে গেছেন ঝরা পাতা, শুকনো ডাল, মরা গাছে! আমাদের শুনিয়েছেন স্রোতের বিপরীতে কী করে সাঁতরে যেতে হয়! লড়ে গেছেন আপনি শেষ মুহুর্ত পর্যন্ত। অফুরন্ত প্রেরণার উৎস হয়েই থেকেছেন প্রজন্ম থেকে প্রজন্মে!
তারপর এই স্বাধীনতার মাসে ঠিক সেই ৭১-এ চির বিদায়ের পথে পা বাড়ালেন। আপনার কাছে ঋণী হয়ে থাকছি আমি, আমরা আর গোটা বাংলাদেশ।
অতলান্ত শ্রদ্ধা-ভালবাসায় আপনি বেঁচে থাকবেন, আমাদের ‘নিন্দিত নন্দন’ ফেরদৌসী প্রিয়ভাষিণী!