Sunday, February 14, 2010

হাইতি


টিভি দেখা মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে! ভয়াবহ ভুমিকম্পের ছবি আর প্রতিবেদনগুলো দেখে গা শিউরে উঠছে! মৃত্যের সংখ্যা নাকি লাখ ছাড়াবে! রাস্তায় পড়ে আছে হাজারো মৃতদেহ! কেউ জানে না এই লাশগুলো কোথায় নেয়া যায়? এমন ভয়াবহ ভুমিকম্প কখনোই এর আগে হয়নি।

এই মানবিক বিপর্যয় কিভাবে কাটিয়ে উঠবে ... মহাসাগরের ওপর দাড়িয়ে থাকা গরীব এই দেশটি? সিএনএন এর রিপোর্টাররা বলছেন প্রচুর সাহায্য দরকার এই মুহুর্তে। ওষুধ, খাবার কিছুই নেই দেশটিতে। তারপরও যা একটু খাবার মিলছে, তা নিয়ে কাড়াকাড়ি করছেন বেচে থাকা মানুষগুলো।


ভালো লাগছে বিশ্বের প্রতিটি দেশই দাড়িয়েছে হাইতির পাশে। মানবিক বিপর্যয়ে পুরো বিশ্ব এক!

এসব দেখতে দেখতে ভাবছি ঢাকায় এমন ভুমিকম্প হলে মৃত্যের সংখ্যা নিশ্চিত করেই কোটি ছাড়াবে। মৃতদেহ হয়তো খুজেও পাওয়া যাবে না। ঢাকার ভবনগুলোর যা অবস্থা তাতে ভয় বেড়ে যাচ্ছে আরো! কি ভাবছেন দায়িত্বশীলরা? কিন্তু যখন চলে যেতে হবে তখন চলেই যেতে হবে

কোন নিরাপত্তা বলয় কি বাচাতে পারবে আমাদের?

No comments: