Monday, May 28, 2007

শেকল


পেছনে পড়ে থাকলো ঢাকা শহর ,হানাহানি, প্রতিবাদ মিটিং, মিছিল,বিষাক্ত সীসা, প্রহসন, মরিচিকা.....,কাচপুরের ব্রিজ পেরিয়েছি,একটু পরই আমার গায়ে লাগবে গায়ের হাওয়া,মাটির কাছাকাছি যাচ্ছি আমি; আমার সামনে অবারিত সবুজ,ধানক্ষেত, পাখির ডাক, হাসিমুখ,সরলতা, মাটির মানুষদের মাটির ঘড়,ছোট মামাকে বললাম গাড়ির গতি বাড়াও,মুচকি হাসলেন। বললেন আরে বাবা.আর তো 20 মাইল। এরপরই........
আমার দেরি সইছেনা। নগ্নপায়ে কখন যে হাটবো? ওইতো ধুলো মাখা পথ। ধানকাটা জমিনে শালিখ,পথ ফুরায় না কেন? অস্তিত্বে ফিরে সব বুঝে নেবো, সামসু ভাইকে বলবো তোমার ছুটি,আমার জমি এখন আমিই চাষ দেবো।, কি লাভ ঢাকায় শহরে বাবু হয়ে পড়ে থাকার?
হাটের দিন দেখে শুনে দুটো গরু কিনে নেবো, নিজের জমি অন্যের গরু দিয়ে চাষ দিতে যাবো,,কোন দুঃখে ; জানি কথাগুলো শুনলে সামসু ভাই হাসবে। বলবে দুর আপনি এসব পারবেন নাকি?,খুব পারবো । ঢাকায় কম করেছি নাকি?, ঠিক করে রেখেছি এরপর দিনন দেখে ,বিয়েও করে ফেলবো। করতে তো হবেই।,গ্রামের মেয়ে । আমার মা যেমন ছিলেন ।,মামা আর কতোদুর ? ,কিছু বললেনা ছোট মামা... শুধু তাকালেন।
আমি ঠিকই চিনে গেছি, ওই আমার গ্রাম, ছায়া ডাকা মোঠো পথ, রঙধনু, ঘাস ফড়িং, শৈশব ।, মামা সাবধানে চালাও, করো কি?, উচু নিচু রাস্তায় চলছে আমাদের গাড়ি, হুট করেই কি হলো ? গর্তে চাকা পড়লো নাকি?, মুহুর্তেই উলটে গেলো আমাদের গাড়ি !!!, ওহ ! আমার স্বপ্ন যাত্রাও গেলো উলটে; দেখলাম বসে আছি বিছানায়।,ঢাকা শহরে। পায়ে আমার শেকল .....

পিছুটান

এখনই সময় এসো কথা বলবার
প্রেম করবার, হাত ধরবার
বয়সের পরে আর পারবে না
আহারে বয়স ! বয়সের পিছু টান নেই !

বব ডিলানের জন্মদিনে.....


রক এন্ড রোল, ব্লুজ ,জ্যাজ আর হার্ড রকের ভক্তরা ঘুমায়া গেলেন নাকি?
আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন গুরু। পা দিলেন ৬৭ বছরে।
কথা বাদ- চলেন গান শুনি! আরো একটা দিন মাতি বব ডিলানে...http://www.youtube.com/watch?v=

Sunday, May 13, 2007

মহীনের ঘোড়াগুলি






দুই বাংলা মিলিয়ে আমার প্রিয় ব্যান্ড দলের একটি মহীনের ঘোড়াগুলি। ভাল লাগার প্রথম ও প্রধান কারন হলো তাদের গানের লিরিক! যতোবার শুনি, মুগ্ধ হই ততোবারই। এই মুগ্ধতা কোন দিনই হয়তো মরবে না। ঠিক বিটলসের গানের মতো। কতো বছর পর এসে এখনো লিভারপুলের ওই ব্যান্ডের গান নিয়ে চলছে মাতামাতি!
মহীনের ঘোড়াগুলির গানও ঠিক তেমন। আমার ভাই শুনেছে। আমি শুনছি। আমার ছোট ভাইটিও তাদের গানের মায়াজালে পড়েছে । গৌতমদের সেই গান অবশ্য এখন নতুন করে কলকাতার অনেক ব্যান্ড গাইছে। আমার মুগ্ধতাতো ওই লিরিকে। এ কারনে যারাই করুক খারাপ লাগছে না। তার ওপর - ভুমি, ক্যাকটাস, চন্দ্রবিন্দুর গানও দারুন লাগে। তাদের সঙ্গে ক্রসউন্ডসও এখন নতুন করে গাইছে মহীনের ঘোড়াগুলির গান। এই ব্যান্ডগুলোর মৌলিকগানগুলোও দুদর্ান্ত! লিরিক নির্ভর গানের সুরও হদয় ছুয়ে যায়!
আমাদের ব্যান্ড ইতিহাসটাও একেবারে নতুন নয়। কিন্তু রেঁনেসা আর সোলস ছাড়া লিরিক নির্ভর গান খুব একটা উপহার দিতে পারেনি! এল আর বি'র আইয়ুব বাচ্ছুর একটা গান শোনলাম ওইদিন - লিরিকটা এরকম তুমি যদি আমার লাইলি হও . আমি হবো বন্ধু মজনু তোমার .... দুজনে হাত ধরাধরি এসে প্রেম করি!!! বাচ্ছু ভাইয়ের মতো একজন বস পাবলিকের মুখে এমন সস্তা গান শুনে হতাশ না হয়ে পারা যায় ? খুব বেশি কমার্শিয়াল হয়ে গেছে আমাদের ব্যান্ডগুলো। এ নিয়ে আরেক দিন ।
এখন চলুন শুনি মহীনের ঘোড়াগুলির গান। অনলাইনে তাদের গান শুনতে চাইলে লগ ইন করুন এই তিনটি লিংকে
বাংলা মিউজিক-1
বাংলা মিউজিক-2
এমপি-3
সঙ্গে অনলাইন থেকে পাওয়া মহীনের ঘোড়াগুিলকে নিয়ে অসাধারন একটা লেখা, ইমেজ ফাইল করে তা তুলে দিলাম।