Monday, December 24, 2012

মুল্য



 ''when we can do nothing else, we can still love - without expecting any reward or change or gratitude'' ... Paulo Coelho


কোথায় শুনেছি মনে নেই, কুড়িয়ে পাওয়া একটা বাক্য.. ‘মুল্যের মুল্য আছে যদি মুল্যকে মুল্যায়িত করা যায়..”

আসলে ব্যাপার হচ্ছে কি আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যার কারনে এমন কিছু ভালো অথবা খারাপ সিদান্ত
নিতে হয়, যা আমাদের অনেক অনেক নিচে ফেলে দেয়। পিছিয়ে পড়তে হয় অন্যদের চেয়ে। তখন হতাশা পেয়ে বসাটা অস্বাভাবিক নয়
একটা সময় মনে হতেই পারে.. ‘আমাকে দিয়ে দিয়ে অন্তত কিছুই হবে না।

আমি যেটা মনে করি আশপাশে কি ঘটছে কিংবা কি ঘটবে সেটা বড় কোন বিষয় নয়। যাই হোক না আমি ন্তকখনোই মুল্য হারাবো না। গতকালের হতাশা আমার আগামী দিনের কিংবা আজকের স্বপ্নকে ঢেকে ফেলতে পারবে না

আমি কখনোই আমার মুল্য হারাবো না। কখনোই...


Sunday, December 2, 2012

গেইলের টুইট..



বাংলাদেশ ক্রিকেটের সেরা সমালোচকদের তালিকা করতে গেলে রাখতেই হবে ক্রিস গেইলকে। এমনকি বাংলাদেশের নিরাপত্তা নিয়েও তার শঙ্কার শেষ নেই! বিশ্বকাপ চলার সময় ক্যারিবীয়দের বাসে এক টুকরো ইট এসে লাগার খবরটা টুইটারে তিনিই জানিয়েছিলেন প্রথম।
তাইতো খুলনায় মুশফিকরা গেইলের ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে উড়িয়ে দিতেই টুইটারে এই জ্যামাইকানকে লিখলাম.. এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু একটা বল-
এরপর ক্রিস গেইলের জবাবটা পেয়ে মনটা ভালো হয়ে গেল..