Sunday, December 2, 2012

গেইলের টুইট..



বাংলাদেশ ক্রিকেটের সেরা সমালোচকদের তালিকা করতে গেলে রাখতেই হবে ক্রিস গেইলকে। এমনকি বাংলাদেশের নিরাপত্তা নিয়েও তার শঙ্কার শেষ নেই! বিশ্বকাপ চলার সময় ক্যারিবীয়দের বাসে এক টুকরো ইট এসে লাগার খবরটা টুইটারে তিনিই জানিয়েছিলেন প্রথম।
তাইতো খুলনায় মুশফিকরা গেইলের ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে উড়িয়ে দিতেই টুইটারে এই জ্যামাইকানকে লিখলাম.. এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু একটা বল-
এরপর ক্রিস গেইলের জবাবটা পেয়ে মনটা ভালো হয়ে গেল..



No comments: