Sunday, November 18, 2012

খেয়াল



আজ এখন যদি বলি ভাল আছি-ভুল বলা হবে; আজ এখন যদি বলি ভালো নেই-ভুল বলা হবে.. ভালো আছি ভালো নেই! বিচলিত আমি ঠিকই বুঝতে পারছি জীবন রহস্যে ঘেরা, অদ্ভুদ খেয়ালে ভেসে যাচ্ছি.. একটু একটু করে...

No comments: