Monday, February 15, 2010

মা..


মা, কোথায় ছিলে? তোমায় আমি কতো খুজেছি?’ -মনের ভাষায় হয়তো তার মাকে এমন কিছুই বলতে চাইছে। ছবির এই ছোট শিশুটি হাইতির ভুমিকম্পে আক্রান্তদের একজন। ভাগ্যগুনে বেচে গেছে সে। কিন্তু এরপরই হারিয়ে ফেলে তার প্রিয় মাকে।

শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবকরা হাসি ফুটিয়েছেন নিষ্পাপ ছেলেটির মুখে। মাকে পেয়ে বেচারা যেন আকাশের চাদ হাতে পেয়ে গেছেমা দেখো আমি বেঁচে আছি...তুমি ভালো আছো... :)))

ছবি সুত্র: দ্য ডেইলি মেইল, ইংল্যান্ড

No comments: