Thursday, September 27, 2007

ভাবছি

আলসেমির কারনে লেখা হয়না। একেবারে যে লিখছি না তা নয়। লেখালেখিই তো আমার পেশা। এবার ছকের বাইরে কিছু করতে হবে। আজ থেকেই শুরু করলাম আবার। সামহোয়ার থেকে পুরনো কিছু লেখা রিপোস্ট করলাম।
আশা করছি কাল থেকে নতুন কিছু হবে ...
এটার লেখক আর পাঠক যেহেতু আমি একাই, তাই কাল থেকে প্রতিদিন যা ইচ্ছে তাই দু এক কথা লিখে যাবো।

No comments: