২০০৭-০৮-২২ ২৩:৪০:১৪
আমাদের সামহোয়ার ইনের ব্লগার বিপ্লব রহমান দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় সেনা সদস্যেদের হাতে আটক হয়েছেন। আমরা তাই মুক্তি চাইছি...
এনিয়ে বিডি নিউজের রিপোর্ট পড়ুন-
দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় বুধবার রাতে বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে সেনা সদস্যরা। তারা কয়েকজনকে বেদম মারধরও করে। বিডিনিউজ এর সাংবাদিক লিটন হায়দার, বিপ্লব রহমান ও আসিফ আহমেদ রম্যকে রাত সোয়া ১০টার দিকে ২৭ নম্বর রোডের অদূরেই শংকরের কাছে সংবাদপত্রের গাড়ি থামিয়ে ধরে নিয়ে যায় সেনা সদস্যরা। তাদেরকে পরে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। এসময় তারা আইডি কার্ড দেখিয়ে নিজেদের পরিচয় দিলেও সেনাসদস্যরা বলে, "আমরা এসব বুঝিনা। তোমরা জানো না, আজ কি হ"েছ দেশে?"
উত্তর খুঁজতে দক্ষিণে
2 months ago
No comments:
Post a Comment