২০০৭-০৮-২২ ২২:৩৬:০৫
কাজ শেষ হয়েছে বেশ কিছুক্ষন আগে। অন্যদিন হলে এখন বাসার পথেই থাকতাম। কিন্তু সে সুযোগ নেই আজ। এইতো কিছুক্ষন আগে খবর পেলাম সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার হয়েছেন। গ্রেফতার করা হয়েছে সিএসবি নিউজের তিন সাংবাদিককেও।
প্রেস কার্ড সঙ্গে আছে, তারপরও আতংকের মধ্যে আছি! কারফিউ পাস নেই। এখন বাসায় ফেরাটা কি ঠিক হবে? বুঝতে পারছি না। ঝুকি নেয়াটা ঠিক হবে কিনা ভাবছি।
এদিকে নেট ওয়ার্ক নেই বাসায়ও যোগাযোগ করতে পারছি না।
জানি না কি আছে আজ কপালে ...
উত্তর খুঁজতে দক্ষিণে
5 months ago

No comments:
Post a Comment