অথচ সময় এখন আমার হবে কথা ছিল। কথা ছিল বলেই তো হুটহাট সরে এসেছি। বলে দিয়েছি না, আমার ওসবে পোষাবে না। এখানেই আছি। টাকা পয়সার চেয়ে পরিবেশ আর মানুষের গুরুত্বটা বেশি আমার কাছে।
তাহলে কি ওসব বলে ভুল করেছি? ওদের সঙ্গে হাত মেলালে কি ভালো হতো আমার। অস্থিরতা থেকে কী মুক্তি মিলতো এতোদিনে?
হিসেব মিলছে না কিছুতেই...
|
No comments:
Post a Comment