Thursday, September 27, 2007

ভাবছি

আলসেমির কারনে লেখা হয়না। একেবারে যে লিখছি না তা নয়। লেখালেখিই তো আমার পেশা। এবার ছকের বাইরে কিছু করতে হবে। আজ থেকেই শুরু করলাম আবার। সামহোয়ার থেকে পুরনো কিছু লেখা রিপোস্ট করলাম।
আশা করছি কাল থেকে নতুন কিছু হবে ...
এটার লেখক আর পাঠক যেহেতু আমি একাই, তাই কাল থেকে প্রতিদিন যা ইচ্ছে তাই দু এক কথা লিখে যাবো।

কারফিউ পাস

২০০৭-০৮-২৩ ২২:৩৮:২১


আজ পরিস্থিতি মনে হচ্ছে আরো খারাপ! প্রেস কার্ড কিংবা তথ্য মন্ত্রনালয়ের দেয়া কার্ডও কাজ হচ্ছে না। কারফিউ পরিস্থিতির খবর সংগ্রহ করে রিপোর্ট লেখার ব্যাপারটা মাথা থেকে সাংবাদিকরা ঝেড়ে ফেলেছেন আগেই। 'দেশ ও জনগনের বৃহত্তর স্বার্থের কথা ভেবে কতো কিছুই তো করতে হয়!
কিন্তু সাংবাদিকরা এখন বাসায় ফেরার সুযোগও হয়তো ভাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কারফিউ পাস না হলে তো বাসায় ফেরার সুযোগ নেই। কারফিউর প্রথম দিন ঢাকার বেশ কয়েকজন সাংবাদিকেরই বাজে অভিজ্ঞতা হয়েছে।
যেখানে প্রতিটি পত্রিকায় একশ থেকে দেড়শর মতো স্টাফ সেখানে কাল কারফিউ পাস পাওয়া গেছে মাত্র ৪০টি। এরচেয়ে বেশি সরবারহ করা হয়নি।
এখন ভাবছি আজ বাসায় ফিরবো কী করে? রাতটা কি অফিসেই কাটাতে হবে? জানিনা কি হচ্ছে এসব!
নিজেকে অসহায় মনে হচ্ছে খুব । দেখি আরেকটু চেস্টা করে একটা কারফিউ পাস সংগ্রহ করা যায় কীনা।

দম বন্ধ হয়ে আসছে !

২০০৭-০৮-২৩ ০০:৪৯:২৪


এগার তলা নেমে কিছুক্ষন আগে কারওয়ান বাজারের অবস্থাটা দেখার চেস্টা করলাম একটু আগে। যে কারওয়ান বাজার সারা রাত দিনের মতো কর্মচঞ্চল থাকে, সেখানে এখন থমথমে অবস্থা! কারফিউর মধ্যে কয়েকটা খাবারের দোকান খোলা আছে ঠিকই, কিন্তু তাদের চেহারায়ও ভয়ের ছাপ!
কারফিউর কয়েক ঘন্টায় জিনিস পত্রের দাম এক লাফে বেড়ে গেছে। রাতের খাবার খেয়ে এইতো ১১ তলায় আবারো উঠলাম।
কিছুই ভালো লাগছে না। খাচায় বন্ধী পাখির মতো মনে হচ্ছে নিজেকে। বাসায় ফিরতে মন চাইছে, অথচ ফিরতে পারছি না!
আবার অফিসেও কাজ খুব একটা নেই।
আগামীকালের পত্রিকায় খুব বেশি চমক দেখার সুযোগ নেই। '‌দেশ ও দশের কল্যানে অনেক কথাই অজানা রাখতে হচ্ছে।'
এতো কিছু জানি না আমি এখন বাসায় ফিরতে চাই। বাসায় নিশ্চয়ই আমার ছোট ভাইটা আমার অপেক্ষায় আছে। তারচেয়েও চিন্তিত নিশ্চিত আমার মা। আমি বাসায় না ফিরলে রাতটা নির্ঘুমই কাটবে তাদের।
যা হবার হবে ; এখনই বাসায় ফিরবো !

ব্লগার বিপ্লব রহমানের মুক্তি চাই !

২০০৭-০৮-২২ ২৩:৪০:১৪

আমাদের সামহোয়ার ইনের ব্লগার বিপ্লব রহমান দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় সেনা সদস্যেদের হাতে আটক হয়েছেন। আমরা তাই মুক্তি চাইছি...

এনিয়ে বিডি নিউজের রিপোর্ট পড়ুন-
দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় বুধবার রাতে বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে সেনা সদস্যরা। তারা কয়েকজনকে বেদম মারধরও করে। বিডিনিউজ এর সাংবাদিক লিটন হায়দার, বিপ্লব রহমান ও আসিফ আহমেদ রম্যকে রাত সোয়া ১০টার দিকে ২৭ নম্বর রোডের অদূরেই শংকরের কাছে সংবাদপত্রের গাড়ি থামিয়ে ধরে নিয়ে যায় সেনা সদস্যরা। তাদেরকে পরে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। এসময় তারা আইডি কার্ড দেখিয়ে নিজেদের পরিচয় দিলেও সেনাসদস্যরা বলে, "আমরা এসব বুঝিনা। তোমরা জানো না, আজ কি হ"েছ দেশে?"

বাসায় ফিরতে পারছিনা !

২০০৭-০৮-২২ ২২:৩৬:০৫

কাজ শেষ হয়েছে বেশ কিছুক্ষন আগে। অন্যদিন হলে এখন বাসার পথেই থাকতাম। কিন্তু সে সুযোগ নেই আজ। এইতো কিছুক্ষন আগে খবর পেলাম সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার হয়েছেন। গ্রেফতার করা হয়েছে সিএসবি নিউজের তিন সাংবাদিককেও।
প্রেস কার্ড সঙ্গে আছে, তারপরও আতংকের মধ্যে আছি! কারফিউ পাস নেই। এখন বাসায় ফেরাটা কি ঠিক হবে? বুঝতে পারছি না। ঝুকি নেয়াটা ঠিক হবে কিনা ভাবছি।
এদিকে নেট ওয়ার্ক নেই বাসায়ও যোগাযোগ করতে পারছি না।
জানি না কি আছে আজ কপালে ...