Sunday, April 29, 2007

কথায় কথায়....


সব কথা বলা যাবেনা-

কিছু কথা রেখে দেবো হাতের মুঠোয়

তারপর একদিন সুযোগ পেলে

তৃষ্ণার লাল রেনু নিজের ঠোটেমেখে নিয়ে

ছাপ দেবো তোমার দুটোয়...

No comments: