Sunday, April 29, 2007

তোমার আমার



এ-শহরে তোমার আমার জন্যে কোথাও ফাক নেই

একটু সবুজ কিংবা পাখির একটু উদাস ডাক নেই

এ- শহরে ফুলের আশা ? হায় দুরাশা ! কন্যা,

তারচে' চলো যাই, যেখানে লাল- সবুজের বন্যা !

No comments: