Wednesday, March 2, 2016

রূপকথা তারিক জারা

আজ মেয়ের জন্মদিনে দারুণ একটা উপহার দিয়ে গেল মাশরাফির দল। ধন্যবাদ! দুই শেষ করে ৩-এ পা দিতে থাকা মেয়েটার কেক কাটার মুহুর্তটা পাশে না থাকার দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিল, মিরপুর।

আমরা ওকে ডাকি- জারা। পুরো নাম এখনো ঠিক করা হয়নি কেন জানি না! শুরুতে ঠিক হয়েছিল আরোহি তারিক জারা। এরপর কতো কিছু ঠিক করলাম। শেষ পর্যন্ত রূপকথা তারিক জারা। কিন্তু সেটাও টিকে কীনা তাই ভাবছি... :)
                                                                   ...........................

বিশ্বে কতোশত দিবস, তার কোন হিসেব নেই! প্রায় প্রতিদিনই একটা দিবস এসে হাজির। কিন্তু কিছু উপলক্ষ্য আছে যা একান্তই আমাদের। যার সঙ্গে জড়িয়ে আছে গোটা বাংলাদেশের আবেগ। তেমনই এক দিন ২ মার্চ! ১৯৭১ সালের এইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উড়েছিল বাংলাদেশের পতাকা। যাদের বিপক্ষে লড়াই করে এসেছিল স্বাধীনতা, এই বদ্বীপ পেয়েছিল একটি পতাকা, তেমনি এক ঐতিহাসিক দিনে- সেই পাকিস্তানের বিপক্ষেই দল পেল দুর্দান্ত এক জয়। 

শহিদ আফ্রিদির দলকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ পেয়ে গেল ফাইনালের পাসওয়ার্ড।

No comments: