Thursday, December 8, 2011

সেই অভিশপ্ত দিন..


কাজ শেষে স্টুডিও থেকে বেরিয়ে দ্রুত বাসায় ফিরতে চেয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল রাতে আরাম করে লম্বা একটা ঘুম দেয়ার। ম্যানহাটানের সেই অভিজাত বাসাটির কাছাকাছি পৌছেও গিয়েছিলেন জন লেনন। দ্রুত পা ফেলছিলেন..!
কিন্তু কে জানতো বিটলসের গিটারিস্ট আর তুমুল জনপ্রিয় গায়কের জন্য রাসতায় ওঁৎ পেতে আছে মুতু্যদুত!

কিছুদুর এগুতেই ' মি. লেনন' বলে একজন ডেকে উঠায় পেছন ফিরে তাকালেন। লোকটাকে চিনতে ভুল হয়নি। এইতো সকালে এই ভক্তটিকে অটোগ্রাফসহ একটা অ্যালবাম দিয়েছিলেন। আবার কেন ডাকছে, এই ভেবে হাসি দিয়ে তার দিকে যখন এগুতে যাবেন ঠিক তখন সেইভক্তমার্ক চ্যাপম্যান পিস্তল তাক করলেন লেননের দিকে! কিছু বুঝে উঠার আগেই একে একে পাঁচটা বুলেট.....! সবগুলোই এসে লাগে শেষ রক এন্ড রোল গ্রেট লেননের বুকে। মাটিতে পড়ে গিয়ে দুবার শুধু আর্তনাদ করেছিলেন '’আমি গুলি খেয়েছি, আমি গুলি খেয়েছি....’’

দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল, লাভ হয়নি!

সব চেস্টা ব্যর্থ করে দিয়ে লেনন ততোক্ষণে চলে গেছেন না ফেরার দেশে। সেই অভিশপ্ত দিন আজ! ১৯৮০ সালের ডিসেম্বর ঠিক এই দিনটিতেই মার্ক চ্যাপম্যান কেড়ে নিয়েছিলেন লেননের প্রান। কেন যে বারবার ঘুরে ঘুরে এই দিনটা আসে!

কিন্তু সব মুতু্য তো আর মুতু্য নয়। প্রান কেড়ে নিলেও তার গান নিয়ে উন্মাদনা শেষ হয়নি এখনো। হবেও না আর। প্রজন্ম থেকে প্রজন্মে জনপ্রিয় হয়েই থাকবে তার গান....

কিংবদন্তীকে শ্রদ্ধা!


No comments: