যে নগরে ডান আর বাঁহাতের ইশারায় গাড়ি থামে-চলে... সেটা আর যাই হোক ''ডিজিটাল'' নগরী নয়। আসতে-যেতে এনালগ একটা নগরের রাজপথে হারিয়ে যায় কতোশত সেকেন্ড মিনিট ঘণ্টা!
বছরের পর বছর যায়- জীবনে লাল বাতি জ্বলে উঠে প্রতিদিন, কিন্তু রাজপথে সবুজ, হলুদ আর লালের দেখা মেলে না!
No comments:
Post a Comment