Tuesday, March 6, 2018

‘নিন্দিত নন্দন’ ফেরদৌসী প্রিয়ভাষিণী


''একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি''
দুপুর থেকেই কেমন যেন বিষন্নতায় ডুবে আছি। পেশাদারি সমর্পনের কাছে এইসব আবেগের মূল্য নেই বলেই হয়তো যা করার সবই করে গেলাম, দিনভর! প্রচন্ড ব্যস্ত একটা দিন শেষেও সেই একইভাবে যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছে! কি যেন বলতে চাইছি, ঠিক বলে উঠতে পারছি না। কিছু কি হারিয়ে গেল, চিরতরে?
আপনি তো চলেই যেতে পারতেন সেই ৭১'এ! হায়েনারা তো শেষই করে দিতে চেয়েছিল আপনাকে। তারপরও অদম্য সাহস আর বিশাল ব্যক্তিত্বকে সঙ্গী করে মাথা উচু করেই প্রাণ দিয়ে গেছেন ঝরা পাতা, শুকনো ডাল, মরা গাছে! আমাদের শুনিয়েছেন স্রোতের বিপরীতে কী করে সাঁতরে যেতে হয়! লড়ে গেছেন আপনি শেষ মুহুর্ত পর্যন্ত। অফুরন্ত প্রেরণার উৎস হয়েই থেকেছেন প্রজন্ম থেকে প্রজন্মে!
তারপর এই স্বাধীনতার মাসে ঠিক সেই ৭১-এ চির বিদায়ের পথে পা বাড়ালেন। আপনার কাছে ঋণী হয়ে থাকছি আমি, আমরা আর গোটা বাংলাদেশ।
অতলান্ত শ্রদ্ধা-ভালবাসায় আপনি বেঁচে থাকবেন, আমাদের ‘নিন্দিত নন্দন’ ফেরদৌসী প্রিয়ভাষিণী!

1 comment:

Blogger said...

Your Affiliate Money Printing Machine is waiting -

Plus, making money with it is as simple as 1--2--3!

Here's how it works...

STEP 1. Input into the system what affiliate products the system will push
STEP 2. Add some push button traffic (it takes JUST 2 minutes)
STEP 3. Watch the system explode your list and sell your affiliate products all on it's own!

Are you ready??

Click here to activate the system