Monday, June 27, 2016

অভিনন্দন লিওনেল আন্দ্রেস মেসি

ডিয়েগো ম্যারাডোনা, পেলে এমন কী জিনেদিন জিদানের পাশেও লিওনেল মেসির নামটা লেখার সুযোগ থাকছে না। সময়ের সেরা এই তারকাকে ইতিহাস কোথায় জায়গা দেবে কে জানে!

জর্জ বেস্ট, জর্জ উইয়াহ কিংবা আলফ্রেডো ডি স্টেফানো'র সঙ্গে এক সময় আক্ষেপ নিয়ে উচ্চারিত হবে হয়তো মেসির নাম। কিন্তু আমরা এই একটা প্রজন্ম কখনোই হয়তো ভুলতে চাইবো না ক্ষুদে যাদুকরের কথা। ফুটবল নিয়ে তার কারিকুরির কথা। এমন কী বার্সেলোনার গোল মেশিন, কোয়ার্টার সেঞ্চুরি পূরন করা ট্রফি জয়ের নায়ককে নয়, মনে থাকবে টানা তিন 'বিগ' ফাইনালে হেরে যাওয়া এই অসহায়, বিধ্বস্ত, মায়াবী ফুটবলারটিকেও।

আমাদের কাছে পেলে-গারিঞ্চা'রা নয়, রোজারিও'র বিস্ময় বালকটিই মুগ্ধতা ছড়িয়ে বেঁচে থাকবেন, আজীবন! তার খেলা দেখেছি এই ভেবে নিজেকে ভাগ্যবান বলছি।

অভিনন্দন লিওনেল আন্দ্রেস মেসি!

No comments: