Wednesday, October 3, 2012

ফেরা


‘‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’’

হাসান,
আজ যদি কিছুটা বিষণ্ন করেই থাকি তাহলে অনুশোচনা নেই। ভাববো, এখনো বোধ কিংবা আবেগ আগের মতোই আছে। এখনো সেই হারিয়ে যাওয়া শৈশব ফিরে ফিরে আসে... এখনো পিছু ফিরে তাকালে আত্মতুষ্টির সঙ্গে যোগ হয় আক্ষেপটাও। এখনো বোধহীন মানুষ হয়ে আকাশ ছোঁয়ার ইচ্ছে জাগে না। বরং এই বেশ ভালো আছি...

আমি নিশ্চিত এই ছবিগুলো শুধুই নিছক ছবি নয়। হয়তো প্রতিটিতেই লুকোনো আছে কোনো এক সুন্দর সকাল কিংবা শেষ বিকেলে ঘরে ফেরার তাড়া। কতো স্মৃতি! আহ, ধুলো পড়ে যাওয়া কতো স্মৃতি...
হয়তো এখানে ইচ্ছে করলেই খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া সেই দুরন্ত সময়।

ভোর হয়নি! এখনো অন্তবিহীন রাত! তারপরও এক চিলতে রোদ রেখে গেলাম... আবেগ আর বোধের সঙ্গে আমাদের সেই স্বপ্নটাও যে মাথা উঁচু করে বেঁচে আছে!


No comments: