..কাল
গভীর রাত থেকেই ভাবছিলাম কেন এতোটা হাহাকার, কেন এতোটা অস্থিরতা এলোমেলো করে
দিচ্ছে আমাকে। কেন এই শ্রাবনের রাতে বোকা বাক্সে চোখ রেখে মনটা আরো বেশি
বিষন্ন হয়ে উঠলো? কেন গলার কাছে কষ্ট আটকে আছে?
হুমায়ুন আহমেদ কে ছিলেন আমার?
আমার শৈশবের অংশ হয়ে ওঠা সেই জাদুকর আর নেই! শোকাহত। মন ভালো নেই। মন একেবারেই ভালো নেই!!
''আমি ঘর হইতে বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাত বাড়াইলেই চান্দের আলো, ধরতে গেলেই নাই..''
No comments:
Post a Comment