Wednesday, May 5, 2010

টুইটার বিশ্বে শচীন

দুই সন্তান সারা এবং অর্জুনের অনুরোধ ফেলতে পারলেন না শচীন টেন্ডুলকার কিছুদিন ধরেই বাবার কাছে ওদের আবদার ছিল—‘বাবা, তুমি ফেসবুক অথবা টুইটারে যোগ দাও।শেষ পর্যন্ত ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকেই বেছে নিলেন এই ক্রিকেট গ্রেট গতকাল থেকে শুরু করেছেন ব্লগিং! মিডিয়াকে খবরটা দিয়েছেন শচীনের বন্ধু মুম্বাইয়ের সেলিব্রেটি ফটোগ্রাফার অতুল কাসবেকার তিনি তার ক্ষুদ্র বার্তায় লিখেন, ‘বন্ধুরা গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, অবশেষে টুইটারে নাম লেখালেন শচীন টেন্ডুলকার, @sachin_rt এখনই ক্রিকেট বাদশাকে অনুসরণ করুন... !’


শচীন মাইক্রো ব্লগে যাত্রা শুরু করেন এই লিখে, ‘অবশেষে সত্যিকারের এসআরটি (শচীন রমেশ টেন্ডুলকার) টুইটারে প্রথমেই ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া আমার সতীর্থদের জন্য শুভ কামনা জানাচ্ছি!’

এমনিতে ভারতে এই ক্ষুদ্র ব্লগ বেশ জনপ্রিয় শাহরুখ খান, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা, শহিদ কাপুরের মতো জনপ্রিয় বলিউড তারকারা নাম লিখিয়েছেন টুইটারে সর্বোচ্চ ১৪০ শব্দে এখানে মনের ভাব প্রকাশ ছাড়াও উত্তর দিচ্ছেন ভক্তদের নানা প্রশ্নের ক্রীড়া তারকারাও পিছিয়ে নেই যুবরাজ সিং, সানিয়া মির্জা, জহির খান, সুরেশ রায়ানারা যোগ দিয়েছেন আগেই আইপিএলের পদচ্যুত কমিশনার ললিত মোদি তো টুইট করেই বিপাকে পড়েছেন যেখানে তিনি শশী থারুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন!

এবার সেই টুইটার ভুবনে নাম লেখালেন গ্রেট শচীন প্রথম দিন শুধু টুইটই নয়, ছবিও পোস্ট করেছেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী যেখানে এক ছবিতে তার সঙ্গে রয়েছেন আলোচিত সিনেমা থ্রি ইডিয়টসের প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং বিখ্যাত ফটোগ্রাফার অতুল কাসবেকার সেখানে শচীন মজা করে ক্যাপশন দিয়েছেন—‘আরও তিনজন ইডিয়টস সামনে নতুন ছবি নিয়ে আসছেন বিধু বিনোদ চোপড়া সে খবরটাও জানা গেল শচীনের টুইটেফেরারি কা সাওয়ারিনামের সেই ছবির কাহিনী শুনে মুগ্ধ শচীন
এই গ্রেট জানালেন, এখানে শুধু ব্যক্তিগত বিষয় ভাগাভাগিই নয়, সামাজিক কিছু কাজও করতে এসেছেন জাতিসংঘের পরিবেশ প্রজেক্টের দূত তিনি সেই ক্যাম্পিংও চলবে টুইটারে এক ব্লগে শচীন তার ইনজুরি আক্রান্ত হাতের সর্বশেষ পরিস্থিতির কথাও লিখলেন জানালেন আঘাত অনেকটাই সামলে উঠেছেন জানা গেল শেবাগ আবারও ছেলে সন্তানের বাবা হয়েছেন সতীর্থ ক্রিকেটারের জন্য শুভকামনা ছিল শচীনের ব্লগে মুম্বাই ইন্ডিয়ান্স ভারতীয় দলের সতীর্থ জহির খানকে উদ্দেশ করে শচীন লিখেছেনঅবশেষে আমি টুইটারে এলাম তোমাদের জন্য শুভকামনা থাকল শিগগিরই কথা হবেআজ সন্ধ্যা সাতটা পর্যন্ত টেস্ট ওয়ানডের সবচেয়ে বেশি রান সংগ্রাহক লিখেছেন ১৩টি ব্লগ ২৪ ঘণ্টা না যেতেই টুইটারে তার অনুসারীর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই করছে শচীন অবশ্য অনুসরণ করছেন জহির এবং অতুল কাসবেকারকে নিজের পরিচিতির জায়গায় শচীন লিখেছেন দুটি শব্দ—‘গর্বিত ভারতীয়

টুইটারে শুধু সাধারণ ভক্তরাই নয়, সেলিব্রেটি ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন তাদের প্রিয় ক্রিকেটারকে সময়ের অন্যতম জনপ্রিয় বলিউডড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন লিখেছেনআমার প্রিয় ক্রিকেটার শচীনকে টুইটারে স্বাগতম আসুন এখানেও ওকে আমরা নাম্বার ওয়ান করি!’ শুধু দীপিকাই নয়, শচীনকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের অন্য তারকারাও। টুইটারে অবশ্য সবচেয়ে বেশি অনুসারী হলিউড অভিনেতা অ্যাস্টন কুচারের ৫০ লাখ ছুঁই ছুঁই করছে তার অনুসারীর সংখ্যা! তাকে ছুঁয়ে ফেলাটা সহজ হবে না কিন্তু যোগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হয়তো অনুসারীর সংখ্যা লাখ ছুঁয়ে ফেলবে শচীন টেন্ডুলকারের! (ছুঁয়ে গেছেও একইভাবে এটি হয়ে গেছে ভেরিফাইড একাউন্ড)

আপনিও চাইলে নাম লেখাতে পারেন তালিকায় এজন্য টুইটারে (http://twitter.com) খুলতে হবে একটি একাউন্ড এরপর @sachin_rt-তে গিয়ে এক কমান্ডেই হয়ে যাবেন শচীনের টুইটার ভক্ত!

(আমাকে টুইটারে অনুসরন করতে চাইলে টুইট করুন- @aapon007)


No comments: