Thursday, December 26, 2019

পাগলাটে, আবেগী আর কর্মচঞ্চল

 ফেসবুকে হাই-হ্যালো, পরিচয়টা জাস্ট এতোটুকুই!

এরপর ভারত সফরে নভেম্বরে আসল পরিচয়ের শুরু। দিল্লির পর ভারতে যতোগুলো শহরে থেকেছি প্রতিটিতেই আমরা সহযাত্রী! আর এই সময়টাতেই নাজমুস সাকিবকে প্রতিনিয়ত নতুন ভাবে আবিস্কার করেছি। কর্ম চঞ্চল, প্রতিভাবান প্রাণবন্ত এক তরুণ!

অন্যরা যখন ভাবতে থাকে ধীর-সুস্থে রিপোর্ট কিংবা ভিডিওটা বানাবো, সাকিব তখন সেটা পাবলিশ করে ফেলে। চোখের পলকে গাড়িতে বসে, রাস্তায় হেটে, হোটেলে খেতে খেতে মোবাইলে চটজলদি বানিয়ে ফেলে দুর্দান্ত সব রিপোর্ট। ভারতে একমাস দেখেছি-সবার আগে ওর কাছে কাজ, তারপর অন্যকিছু।

না, একটু ভুল বলা হলো.. পরোপকারী সাকিবকেও দেখেছি। দিল্লির পাহাড়গঞ্জে সিম কিনে দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগতভাবে প্রতিটা দিনই ও আমার পাশে ছিল। যে কোন সমস্যায় এগিয়ে এসেছে সবার আগে। আইডিয়া দিয়েছে। আবার বাস্তাবায়ন করতেও বাড়িয়েছে সহযোগিতার হাত!
সাকিবের মতো কেউ সঙ্গে থাকলে সফরটা সময়টা স্মরণীয় হতে বাধ্য! ভারতে বাংলাদেশের সফর কাভার- মনে রাখাই মতোই স্মৃতি!

Md Shakib, জন্মদিনে শুধু একটুও বলবো, আসছে বছরগুলো আরও ভাল কাটুক, সব স্বপ্নেরা ধরা দিক হাতের মুঠোয়; কিন্তু যেমন আছেন তেমনই থাকুন, পাগলাটে, আবেগী আর কর্মচঞ্চল!

শুভ জন্মদিন সাকিব
 
 

Sunday, November 17, 2019

অচেনা শহরে

 অচেনা শহরের পুরনো গলিতে 🇧🇩🇧🇩 — in Rajwada.