যেখানে একটা এটিএম বুথ নেই, সেখানেই হোটেল, রিসোর্টে কার্ডে বিল দেয়ার ব্যাপারটা ভাবলে অন্যায় হবে। পকেটে করে টাকা নিয়ে আসবেন। থুতু দিয়ে টাকা গুনে নিতেই অভ্যস্ত রিসিপশনের কম বয়সী চাকুরে। তারচেয়ে বড় কথা ২৪ ঘন্টার বেশি জার্নির পর ঢাকা থেকে পরিবার নিয়ে আপাতত এখানে না আসা ভাল।
''বড় সাবরা'' নজর না দিলে আপাতত কুয়াকাটার পর্যটন এলাকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠার আভাস নেই। অথচ দেখার মতো কতো কিছুই তো আছে এখানে..
''বড় সাবরা'' নজর না দিলে আপাতত কুয়াকাটার পর্যটন এলাকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠার আভাস নেই। অথচ দেখার মতো কতো কিছুই তো আছে এখানে..