মুনাফার টাকায় স্টুডিও অ্যাপার্টমেন্ট হচ্ছে, রাজধানীর অদুরে বাগান বাড়ি
কিনছেন, বাড়ি হচ্ছে পাশ্চাত্যের দেশেও.. এসব না থাকলে কী আর হয়, অবসরের
সময়টা রঙীন করে তুলতে হবে তো; একটার পর একটা ''ব্যবসা'' বাড়ছে, শখ বলে
কথা-নতুন মডেলের একের পর এক গাড়ি যোগ হচ্ছে গ্যারাজে। সময় মিলতেই সপরিবারে
ঘুরে আসছেন ''স্বর্গ'' থেকেও..
সেই আপনিই মুনাফার বিপরীতে সামান্য মজুরি দিতে গিয়েও জন্ম দিচ্ছেন কতো না নাটকের, কতোশত অজুহাত আপনার.. বাহনার শেষ নেই! অথচ আপনার অ্যাপার্টমেন্ট, বাড়ি, গাড়ি আর বানিজ্যের প্রতিটি ইঞ্চিতে মিশে আছে সেই শ্রমিকেরই রক্ত-ঘাম-মেধা আর ''স্বস্তা'' জীবন..
''দেশ এগিয়ে যাচ্ছে''- মোড়কের আড়ালে আদতে আপনারই এগিয়ে যাওয়া দেখছি আমরা!
সেই আপনিই মুনাফার বিপরীতে সামান্য মজুরি দিতে গিয়েও জন্ম দিচ্ছেন কতো না নাটকের, কতোশত অজুহাত আপনার.. বাহনার শেষ নেই! অথচ আপনার অ্যাপার্টমেন্ট, বাড়ি, গাড়ি আর বানিজ্যের প্রতিটি ইঞ্চিতে মিশে আছে সেই শ্রমিকেরই রক্ত-ঘাম-মেধা আর ''স্বস্তা'' জীবন..
''দেশ এগিয়ে যাচ্ছে''- মোড়কের আড়ালে আদতে আপনারই এগিয়ে যাওয়া দেখছি আমরা!