সদ্য প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিম যেমনটা গেয়েছিলেন-‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’- আসলেই তাই, আগের দিনগুলোই বরং সুন্দর ছিল আমাদের। বিনোদনের জন্য এমন নৌকাবাইচ কিংবা আরও অনেক অকৃত্রিম খেলা বেছে নেয়া হতো। কিন্তু দিন পাল্টে গেছে, এখন এই প্রজন্মের কিশোর-তরুণরা কম্পিউটার গেমস কিংবা এ জাতীয় কৃত্রিম আনন্দতেই গা ভাসিয়ে দেয়! আমাদের গ্রামগুলোও পাল্টে যাচ্ছে দ্রুত। তারপরও মাঝে মধ্যে এমন দৃশ্য চোখে পড়ে। নদীপ্রধান বাংলাদেশে চলে নৌকাবাইচ। এ মাসের শুরুতে নরসিংদীর মেঘনা নদীতে এমনই এক নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে এখনও যে সবার আগ্রহ আছে সেটাই দেখা গেছে। হাজারো উৎসুক মানুষ মুগ্ধ হয়ে দেখেছে মাঝিমাল্লাদের এই লড়াই।
কিন্তু কথা হলো, দু-একটা বিচ্ছিন্ন আয়োজন কি বাঁচিয়ে রাখবে আমাদের ঐতিহ্যের অংশ হয়ে ওঠা এই গ্রামবাংলার লড়াইকে? মনে হয় না। এখনই পৃষ্ঠপোষকতা না পেলে হয়তো হারিয়েই যেতে পারে নৌকাবাইচের মতো নির্মল বিনোদন। তখন হয়তো ভাটি অঞ্চলের বাউল সম্রাটের ওই গান আরও বেশি আবেদন নিয়ে ধরা দেবে আমাদের কাছে!