প্রতিদিনই অফিসে এসে কাগজে লিখে রাখি- 'আজ আমাকে এই কাজগুলো করতে হবে, করতেই হবে। এক, দুই তিন এভাবেই সিরিয়াল করা থাকে। আজ হিসেব করে দেখলাম আমার সেই প্রব্লেম লিস্টের সংখ্যা বেড়েই চলেছে। সেটাই তো স্বাভাবিক। কাজ যে কিছুতেই এগুচ্ছে না...
মনটা ভালো নেই, অনেক দিন হলো, পেছনে হাটছি শুধু। যতো দিন যাচ্ছে মনে হচ্ছে ব্যর্থতার এই বৃত্ত থেকে বুঝি বেরিয়ে আসা সম্ভব নয় কোনভাবেই। আশাবাদী হয়ে উঠার মতো কিছুই তো হচ্ছে না চারপাশে। আবারো নিজেকে অসহায় অার অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আমার নিয়তি...
সাতচাড়া
1 day ago