২০০৭-০৮-২৩ ২২:৩৮:২১
আজ পরিস্থিতি মনে হচ্ছে আরো খারাপ! প্রেস কার্ড কিংবা তথ্য মন্ত্রনালয়ের দেয়া কার্ডও কাজ হচ্ছে না। কারফিউ পরিস্থিতির খবর সংগ্রহ করে রিপোর্ট লেখার ব্যাপারটা মাথা থেকে সাংবাদিকরা ঝেড়ে ফেলেছেন আগেই। 'দেশ ও জনগনের বৃহত্তর স্বার্থের কথা ভেবে কতো কিছুই তো করতে হয়!
কিন্তু সাংবাদিকরা এখন বাসায় ফেরার সুযোগও হয়তো ভাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কারফিউ পাস না হলে তো বাসায় ফেরার সুযোগ নেই। কারফিউর প্রথম দিন ঢাকার বেশ কয়েকজন সাংবাদিকেরই বাজে অভিজ্ঞতা হয়েছে।
যেখানে প্রতিটি পত্রিকায় একশ থেকে দেড়শর মতো স্টাফ সেখানে কাল কারফিউ পাস পাওয়া গেছে মাত্র ৪০টি। এরচেয়ে বেশি সরবারহ করা হয়নি।
এখন ভাবছি আজ বাসায় ফিরবো কী করে? রাতটা কি অফিসেই কাটাতে হবে? জানিনা কি হচ্ছে এসব!
নিজেকে অসহায় মনে হচ্ছে খুব । দেখি আরেকটু চেস্টা করে একটা কারফিউ পাস সংগ্রহ করা যায় কীনা।
10 SEC READ The gift of insults
3 years ago
No comments:
Post a Comment