২০০৭-০৮-২৩ ০০:৪৯:২৪
এগার তলা নেমে কিছুক্ষন আগে কারওয়ান বাজারের অবস্থাটা দেখার চেস্টা করলাম একটু আগে। যে কারওয়ান বাজার সারা রাত দিনের মতো কর্মচঞ্চল থাকে, সেখানে এখন থমথমে অবস্থা! কারফিউর মধ্যে কয়েকটা খাবারের দোকান খোলা আছে ঠিকই, কিন্তু তাদের চেহারায়ও ভয়ের ছাপ!
কারফিউর কয়েক ঘন্টায় জিনিস পত্রের দাম এক লাফে বেড়ে গেছে। রাতের খাবার খেয়ে এইতো ১১ তলায় আবারো উঠলাম।
কিছুই ভালো লাগছে না। খাচায় বন্ধী পাখির মতো মনে হচ্ছে নিজেকে। বাসায় ফিরতে মন চাইছে, অথচ ফিরতে পারছি না!
আবার অফিসেও কাজ খুব একটা নেই।
আগামীকালের পত্রিকায় খুব বেশি চমক দেখার সুযোগ নেই। 'দেশ ও দশের কল্যানে অনেক কথাই অজানা রাখতে হচ্ছে।'
এতো কিছু জানি না আমি এখন বাসায় ফিরতে চাই। বাসায় নিশ্চয়ই আমার ছোট ভাইটা আমার অপেক্ষায় আছে। তারচেয়েও চিন্তিত নিশ্চিত আমার মা। আমি বাসায় না ফিরলে রাতটা নির্ঘুমই কাটবে তাদের।
যা হবার হবে ; এখনই বাসায় ফিরবো !
সাতচাড়া
4 weeks ago
No comments:
Post a Comment