Saturday, May 2, 2009

আবারো...

প্রতিদিনই অফিসে এসে কাগজে লিখে রাখি- 'আজ আমাকে এই কাজগুলো করতে হবে, করতেই হবে। এক, দুই তিন এভাবেই সিরিয়াল করা থাকে। আজ হিসেব করে দেখলাম আমার সেই প্রব্লেম লিস্টের সংখ্যা বেড়েই চলেছে। সেটাই তো স্বাভাবিক। কাজ যে কিছুতেই এগুচ্ছে না...
মনটা ভালো নেই, অনেক দিন হলো, পেছনে হাটছি শুধু। যতো দিন যাচ্ছে মনে হচ্ছে ব্যর্থতার এই বৃত্ত থেকে বুঝি বেরিয়ে আসা সম্ভব নয় কোনভাবেই। আশাবাদী হয়ে উঠার মতো কিছুই তো হচ্ছে না চারপাশে। আবারো নিজেকে অসহায় অার অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আমার নিয়তি...

Friday, April 17, 2009

আইপিএল



সল্পúাসী হামলার ভয়, সঙ্গে জাতীয় নির্বাচন দুই মিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আকাশে জমেছিল কালো মেঘ! মনে হচ্ছিল বুঝি মিলিয়ন ডলারের এই কিদ্ধকেট উৎসব তার ™ি^তীয় সংস্ট‹রনে এসেই থমকে যাবে। কিল্পøু লোকসভা নির্বাচন, অর্থনৈতিক মন্দা কিংবা সল্পúাসীদের চোখ রাঙ্গানি কোন কিছুতেই থেমে যায়নি আইপিএল টু! ভেন্যু দেশ বদলে দনি আফিদ্ধকাতে আজ থেকে শুরু হচ্ছে বিশে^র সবচেয়ে ধনী কিদ্ধকেট বোর্ডের এই বিগ ইভেন্ট। ২০ ওভারের এই লড়াইয়ে এবারো অংশ নিচ্ছে ৮টি দল। আজ কেপটাউনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় চেল্পুাইÑমুল্ফ^াই ম্যাচ দিয়েই শুরু হবে আইপিএল। ৫৯ ম্যাচ শেষে ২৪ মে জোহানেসবার্গে ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই সেরা দল।
টি টুয়েন্টি কিদ্ধকেট দুনিয়ায় এখনো নতুনই। যখন যাত্রা শুরু হয়েছিল সংপ্টিø এই কিদ্ধকেট লড়াইয়ের নাক সিটকেছিলেন অনেক বিশেèষকই। বলেছিলেন এটা তো শুধ্ইু পিকনিক কিদ্ধকেট। এটা কখনোই ঠিক সত্যিকারের কিদ্ধকেটেরও ওই মেজাজ কিংবা মর্যাদা পাবেনা। মর্যাদার প্রসংঙ্গ নিয়ে বিতর্ক হতে পারে কিল্পøু মেজাজ ঠিকই পেয়ে গেছে! আসলে টাকা কথা বলে। অর্থই যেন বদলে দিয়েছে সব হিসেব। এখন এটা শুধু বিনোদনই নয় ধুল্পব্দুমার লড়াইও। সেই লড়াই শুরু হয়ে যাচ্ছে আজ। যা থেকে বাদ থাকছেন না এবার বাংলাদেশও। গতবার আইপিএলে ছিলেন শুধুই আমাদের আ¦ন্ধুর রাজ্জাক। এবার নাম লিখিয়েছেন মাশরাফি মতুর্জা এবং মোহাম্মদ আশরাফুল। মাশরাফিকে নিয়ে তো আইপিএল নিলামে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে প্রীতি জিনতা আর জুহি চাওলার মধ্যে। সেই লড়াইয়ে জিতেছে জুহি’র কলকাতা নাইট রাইডার্স। আসলে জয় হয়েছে মাশরাফিরই। তিনি পাচ্ছেন ৬ লাখ ডলার। অন্যদিকে আশরাফুলকে কিনেছে শচীনের মুল্ফ^াই। সন্দেহ নেই দুটি দলই পাবে বাংলাদেশী কিদ্ধকেটপ্রেমীদের সমর্থন।
তবে ক্রিকেট শুধু ওই সবুজ মাঠ জুড়েই থাকছে না। মাঠের বাইরেও ¹è্যামারের ছড়াছড়ি। বলিউড কিং শাহরুখ খান মাতবেন মাশরাফিদের নিয়ে। প্রীতি জিনতার দল পাঞ্জাব। রাজস্ট’ানের মালিকানায় জড়িয়েছেন আরেক নায়িকা শিল্কপ্পা শেঠী। সব মিলিয়ে আসলে এটা কিদ্ধকেটের বাইরেও অনেক কিছু!
বিকেল আর রাতের সময় আজ থেকে টেলিভিশনের সব সিডিউল বদলে ফেলুন।

Saturday, April 11, 2009

মার্মা রুপকথা!


রীতিমত রহৃপকথার গল্কেপ্পর মতোই শোনায় সবকিছু! রাঙ্গামাটির পুরানপুরা পাড়ার কোনো এক পাহাড়ে জুম চাষ নিয়ে ব্যস্টø থাকাটাই যেন তার জন্য ছিল স্ট^াভাবিক। পহৃর্বসুরীরা তো তাই করে এসেছেন। জুম চাষ, ঘরকল্পুা আর মাঝে-মধ্যে বৈসাবি উৎসবের মতো কিছু একটাÑএভাবেই তাদের সময় গেছে ফুরিয়ে।
কিল্পøু চিং ম্রাউ মার্মা এভাবে তার ছেলে-মেয়েরা বেড়ে উঠুক তা চাননি। চেয়েছেন ওরা জীবনটাকে আরো বেশি করে দেখুক। বুঝতে শিখুক রাঙ্গামাটির এই পাহাড় ছাড়িয়েও জীবন আছে। সমতল ভূমির সেই লড়াই জীবনকে সুন্দর করে দেয় আরো। তাই তো সেই ছোটবেলা থেকেই পেয়েছেন অবাধ স্ট^াধীনতা। কখনোই এটা শুনতে হয়নি যে ‘তোমার এটা করতে হবে না। ওটা কর!’
তাই বলে ফুটবলার হবেন? ঢাকায় এসে ফুটবল খেলবেন?Ñনা, এতটা ভাবেননি সাইনু প্রু মার্মা। তবে ঢাকায় এসে দুঃখ ঘোঁচানোর একটা তাগিদ তো ছিলই সব সময়। সুযোগটা এসে গেল ২০০৩ সালে। ঢাকা থেকে একদল মানুষ এসেছেন মহিলা ফুটবলার খুঁজতে। খবরটা শুনে সহপাঠীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যান সাইনু নিজেও। স্ট‹ুলে অ্যাথলেটিক্সে সেরা হলেও তখন ফুটবলে লাথি দেয়াই জানতেন না তিনি। তারপরও সাইনুর উচ্চতা আর ফিটনেস মু¹ব্দ করে ‘ট্যালেন্ট হান্ট’ করতে যাওয়া ফুটবল কোচদের। ৫৫ জনের মাঝ থেকে তুলে নেয়া হয় তাকে।
রাঙ্গামাটির সেই জীবন শেষে সাইনুর জন্য শুরু হয় আরেক লড়াই। চলে আসেন ঢাকায়। প্রথমে সখীপুরে আনসার ক্যা¤েক্স ঠিকানা হয় তার। এখনো তাদের সঙ্গেই আছেন। তবে মাঝের সময়টাতে ঘটে গেছে অনেক কিছু। আনসারের সেই সীমানা ডিঙ্গিয়ে তিনি উঠে এসেছেন জাতীয় দলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন তো সার্টিফিকেট দিয়ে দিলেন ‘সাইনু শুধু আমাদের দেশের সেরা মহিলা ফুটবলারই নয়, দণি এশিয়ার সেরাদের একজন।’ গলা মেলালেন আনসার মহিলা ফুটবল দলের কোচ রেহানাও ‘আসলেই অসাধারণ ফুটবলার সে। তার দুই পা-ই সমান চলে। যেটা সচরাচর দেখা যায় না। ওর ¯ল্ট্যামিনাও দুর্দাল্পø।’ এরই মধ্যে জাতীয় দলের হয়ে সফর করেছেন বেশ কয়েকটি দেশে। তবে সামনে তার স্ট^পু পহৃরণের মিশনÑএসএ গেমস। সেখানে মহিলা ফুটবলে বাংলাদেশকে পদক এনে দেয়ার জন্য লড়বেন সাইনু। নিজের ব্যক্তিগত ল্য সর্বোচ্চ গোলদাতা হওয়া।
সেই স্ট^পু হয়তো পহৃরণ হয়েও যেতে পারে। কিল্পøু আসলেই কি স্ট^পু পহৃরণ হবে পুরানপুরা পাড়া পাইলট হাইস্ট‹ুলের দশম শ্রেণীতে পড়া সাইনু প্রু মার্মার?
সেই ইঙ্গিত এখন কোথায়? সচ্ছলতার আশায় পাহাড় থেকে চলে এসেছিলেন সমতল ভূমিতে। কিল্পøু সেই সচ্ছলতার দেখা মিলেনি। আেেপর সঙ্গে বলছিলেন সাইনু ‘আমার ছোট বোন মাইনুও ফুটবল খেলে। সেও আমার সঙ্গে জাতীয় দলে আছে। আমাদের এলাকায় অনেকেই মনে করেন ফুটবল খেলে আমরা নিশ্চয়ই কোটি টাকা আয় করছি। কিল্পøু আমাদের অবস্ট’াটা এখন এরকম যে মাঝে-মধ্যে রাঙ্গামাটি থেকে ঢাকায় আসার টাকাও পাচ্ছি না।’ এখানেই থামলেন না দেশসেরা এই মহিলা ¯ল্ট্রাইকার। সঙ্গে যোগ করলেন ‘দেখুন আমাদের পরে এখানে শুরু হয়েছে মহিলা কিদ্ধকেট। অথচ কিদ্ধকেট বোর্ড অনেক সুবিধা দিচ্ছে তাদের। সে তুলনায় আমরা কিছুই পাচ্ছি না।’
তবে হতাশ নন সাইনু, তার বিশ^াস কাজী সালাউদ্দিন ঠিকই পথ দেখাবেন তাদের। দাঁড়াবেন পাশে। মিলবে দীর্ঘমেয়াদি প্রশিণের সুযোগ এবং সচ্ছল জীবন। সাইনু মনে করেন সেটা করলেই কেবল সত্যিকার অর্থে জেগে উঠবে দেশের মহিলা ফুটবল। জাতীয় দলে নাম লেখাতে প্রস্টøুত থাকবে লল্ফ^া লাইন!
আর না হলে সাইনু মার্মার মতো স্ট^পু দেখতে থাকা তরুণী আর কিশোরীদের স্ট^পেুর মৃত্যু হবে অচিরেই। তখন হয়তো ফুটবল রেখে পাহাড়ের সেই জুম চাষেই জীবনের মানে খুঁজবেন তারা। নারী জাগরণ নিয়ে কথা বলা মানুষদের কানেও হয়তো যাবে না সাইনু-মাইনু কিংবা অন্য পাহাড়িদের এই জীবন সংগ্রামের গল্কপ্প।
ওদের এই সংগ্রামের শেষটা রঙিন করার দায়িÍ^ এখন ফুটবল কর্তাদেরই।

Saturday, April 4, 2009

রাজকন্যা মিলল কিন্তু.

রাজ্য এবং রাজকন্যা-দুটোর হাতছানিই ছিল তার সামনে! সুপার কাপে যেভাবে খেলছিলেন, তাতে টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। এরপর ফাইনাল। কোটি টাকার সেই ম্যাচটি জিততে পারলে রাজকন্যা, মানে লাল টুকটুকে ওই গাড়ি এবং রাজ মানে সুপার কাপ। দুটোই মিলত!
কিন্তু চেনা ছকের মতো হিসেবটা এখানে ঠিক মিলল না। টুর্নামেন্ট সেরার গাড়ি পেলেন এমিলি। কিন্তু দল পেল না সুপার কাপ। কোটি টাকার টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহহখানেক পরও তাই আপে থাকল তার, ‘আসলে টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল, তখন চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়েই শুরু করেছিলাম। আপনাদের সবার বিশে›ষণেই তো আমাদের ফেভারিট ধরা হয়েছিল। ফাইনাল পর্যন্ত সব ঠিকই ছিল; কি কিন্তু আসল ম্যাচেই পাল্টে গেল সবকিছু।’
ফাইনালের ™ি^তীয় মিনিটে ইনজুরিতে পড়লেন। খেললেন মাত্র ৩৪ মিনিট। আপনার ইনজুরিই কি সব শেষ করে দিল?
Ñআমি ঠিক সেভাবে দেখছি না। দেখুন, ট্রফি জিততে হলে কিল্কপ্পস্টুু ভাগ্যেরও সহায়তা চাই। ফাইনালেও ভালো খেলেছি আমরা; কিল্কপ্পস্টুু গোল পাইনি। ব্যক্তিগতভাবে আমিও হতাশ। ইনজুরি শেষ করে দিল সবকিছু। গাড়িতে উঠলেই হয়তো দুঃখটা তাড়াবে আমাকে।
গাড়ি হলো এবার...
কথায় আছে বাড়ি, গাড়ি তারপর নারী...! বাড়ি তো ছিলই, এখন পেলেন গাড়ি! বিয়ে করছেন কবে?
এমন প্রশল্ফু শুনে রীতিমত লাজুক, বলতে থাকলেন, ‘না, সেসব নিয়ে এখনো ভাবছি না! কাব ও জাতীয় দলে আরো কিছুদিন খেলতে চাই। এরপরই ভেবে দেখব এসব।’ তবে একটা ড্রাইভিং লাইসেন্সের কথা ভাবতে হচ্ছে এখনই। না, হলে যে ‘মোস্টল্কল্ট ভ্যালুয়েবল প্টেল্ট›য়ারে’র গাড়িটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের গ্যারেজেই শোভা পাবে। তবে আর বেশিদিন নয়, জাতীয় দলের ব্যস্টল্টস্টুতা একটু কমলেই ড্রাইভিং শিখে নেবেন এমিলি। এরপরই ইচ্ছে আছে, একদিন এই গাড়ি নিয়ে হাজির হয়ে যাবেন গ্রামে, শৈশবের বল্কপ্প¦ন্ধুদের নিয়ে ঘুরে বেড়াবেন, ইচ্ছেমত...

বেড়ে ওঠা...
এমিলি বেড়ে উঠেছেন এমন একটা পরিবেশে, যেখানে তিনি ফুটবলার না হলেই হয়তো অবাক হতে হতো। তার বাবা ইদ্রিস আলী পিরোজপুর অঞ্চলের সেরা ফুটবলার ছিলেন। প্রায়ই ভাড়াটে ফুটবলার হিসেবে তাকে নিয়ে যাওয়া হতো; কিল্কপ্পস্টুু ইদ্রিস আলীর স্টল্ট^পল্ফু পহƒরণ হয়নি। বরিশাল ছেড়ে উঠে আসতে পারেননি ঢাকায়। খেলা হয়নি জাতীয় দলে।
তবে আসলেই কি স্টল্ট^পল্ফু পহƒরণ হয়নি? প্রত্য না হোক পরোভাবে হয়েছে ঠিকই। ৫ সল্কপ্পস্টুানকে দিয়ে নিজের অপ্রাপ্টিল্টস্টু ঘুচিয়েছেন তিনি। তার বড় দুই ছেলেÑলিটন এবং সাকিল খেলছেন ব্রাদার্স ইউনিয়নে। এরপরই এমিলি, তিনি তো এখন দেশসেরা স্টল্কল্ট্রাইকার। চতুর্থ সল্কপ্পস্টুান খেলছেন খুলনা আবাহনীতে। এই পরিবারের সবার ছোটটি এখন পড়ছেন বিকেএসপিতে। শুধু নিজের পরিবারই নয়, এমিলির চাচা-মামারাও ছিলেন ফুটবলার।
তাই তো সেই ছোটবেলায় তার পায়ে উঠেছিল বল। উদয়কাঠি গ্রামের মানুষ আসলে ফুটবলপাগল। বিকাল হতেই তার ছুটে যেতেন মাঠে। এমিলিও অনুসরণ করতেন তাদের। বাবার যেহেতু আপত্তি ছিল না; মুক্ত মনে খেলে যেতেন ফুটবল। এভাবেই যখন এগিয়ে যাচ্ছিল সবকিছু; তখন বল্কপ্প¦ন্ধুরা এমিলিকে বলতে থাকে, ‘তুই এবার ঢাকা চলে যা। বিকেএসপিতে ভর্তি হ।’
বাবাকে এই ইচ্ছার কথা জানাতেই নিয়ে আসেন ঢাকায়। ১৯৯৯-এ ভর্তি করিয়ে দেন বাংলাদেশ ক™ব্দীড়া শিা প্রতিষ্ঠানে। যতটা সহজে বলা হলো এটি, বিষয়টা ততো সহজ ছিল না। রীতিমত ভর্তিযু™¦ন্ধ শেষে পাস সার্টিফিকেট পেয়েছেন তিনি। এরপর পাটিগণিতের সহƒত্রের মতো দুইয়ে দুইয়ে চার করে এগিয়ে চলছে জীবন। যেমনটা বলছিলেন এমিলি, ‘আসলে আমার মাথায় সবসময় বাবার স্টল্ট^পল্ফু পহƒরণ করতে হবেÑএমন একটা তাগিদ ছিল। এভাবেই এক সময় আমি অনহƒর্ধ্ব ১৪ দলে ডাক পাই। এরপর অনূর্ধ্ব-১৬, সে সময় আমি হাসানুজ্জামান বাবলু স্যারের নজরে পড়ি আমি। ২০০১-এ আমি ডাক পাই অনহƒর্ধ্ব-২০-এ। যদিও তখন আমার বয়স একেবারে কম। সে সময় জর্জ কোটান আমার অনুশীলন দেখে পছন্দ করেন। ২০০২-এ অনহƒর্ধ্ব-২০ খেললাম পাকিস্টল্টস্টুানে। একই বছর যাই কাতারে। তখনই আমি যোগ দেই ব্রাদার্সে। সে কাবে আমার বড় ভাই খেলতেন। সেই ২০০২ থেকেই আমি আছি প্রিমিয়ার লীগে।
২০০৩-এ বিকেএসপি চলে যাই। এসএসসি পরীা দিই। এরপর আবার ফিরে আসি ঢাকা লীগে। তিন মৌসুম খেলেছি ব্রাদার্সে। এরপর ২০০৭-০৮ থেকে আবাহনীতে। এখনো সেখানেই আছি।’
এর পরের গল্ক‹প্টপ্প তো সবার জানা। আবাহনীতে যোগ দিয়েই চলে আসেন আলোচনায়...
গৃহযু™¦ন্ধ!
আবাহনী সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে দুঃসংবাদ! ধানমন্ডির এই কাবে খেললেও এমিলির সেই শৈশবের প্রিয় দল মোহামেডান। এ নিয়ে ছোটবেলায় অনেক ঝগড়া হতো ভাইদের সগ্ধেগ। তেমনি এক ঘটনার কথা শোনাচ্ছিলেন এমিলি, “সালটা আমার মনে নেই। তখন আবাহনীতে মুল্কপ্পল্ফুা ভাই খেলতেন। মোহামেডানে সাব্বির ভাই। তখন লীগের আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মানেই আমাদের ঘরে ‘গৃহযু™¦ন্ধ’। আমরা ভাইরা তখন দুই ভাগে বিভক্তÑআবাহনী-মোহামেডান। একবার হলো কী, আমি বাঁশ কেটে তার মাথায় মোহামেডানের পতাকা লাগালাম। বাসার সামনে সেটা উড়তে থাকল। কিল্কপ্পস্টুু কিছুণ পরই আমার বড় ভাই এসে সেই বাঁশে ঝুলালেন আবাহনীর পতাকা। এ নিয়ে তো তুমুল যু™¦ন্ধ আমাদের মধ্যে। শেষ পর্যল্কপ্পস্টু বাবা সমাধান করলেন। দুই কাবের পতাকা উড়ল এক বাঁশে। মনে পড়লে এখনো হাসি পায়।’
নাম কাহিনী এবং স্টল্ট^পল্ফু ....
‘আমি যখন জল্প§ নিই তখন সম্রাট হোসেন এমিলি দেশসেরা স্টল্কল্ট্রাইকার। তাকে দেখেই বাবা আমার নাম রাখেন এমিলি। তবে সম্রাট হোসেন নয়, জাহিদ হোসেন। নিজের নাম রহস্যটা এভাবেই ব্যাখ্যা করলেন এই প্রজল্পে§র অন্যতম সেরা স্টল্কল্ট্রাইকার এমিলি।
তবে তিনি নিজে ভালো করেই জানেন, নামে কিছু যায়-আসে না। কাজই হলো আসল। তাই তো জীবনের ল্যটাও ঠিক করে ফেলেছেন তিনি, ‘আসলে অবাস্টল্টস্টুব স্টল্ট^পল্ফু দেখতে চাই না আমি। জানি আমার সীমাব™¦ন্ধতা। সব মিলিয়ে ভাবছি, দণি এশিয়ার সেরা স্টল্কল্ট্রাইকার হতে পারলেই আমি খুশি।’
আর জাতীয় দলের হয়ে টার্গেট?
Ñঅবশ্যই এসএ গেমস ফুটবলের সেরা। দণি এশিয়ান অঞ্চলে এক সময় বেশ দাপট ছিল আমাদের। কিল্কপ্পস্টুু দিন বদলে গেছে। আমি আবারো সেইদিন ফিরিয়ে আনার জন্য লড়তে চাই সামনে থেকে।
এর মধ্যে এমিলি জানালেন ভারতীয় লীগ থেকেও খেলার প্রস্টল্টস্টুাব এসেছিল তার। কিল্কপ্পস্টুু ব্যস্টল্টস্টু থাকায় জেসিটির সেই প্রস্টল্টস্টুাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে সময়-সুযোগ হলে, আবারো প্রস্টল্টস্টুাব এলে ভেবে দেখবেন।
এবং কি™ব্দকেট
এমিলি যখন সত্যিকার অর্থেই ফুটবলের প্রেমে পড়েন, তখন দেশে ফুটবলের তেমন জোয়ার ছিল না। সবাই মেতেছিল কি™ব্দকেটেই। তারপরও চেয়েছিলেন পছন্দের খেলাটিতেই মেতে থাকতে। তবে দুঃখ হতো তার প্রিয় ফুটবলের দৈনদশা দেখেÑ‘দেখুন শুধু আমাদের এখানেই ফুটবলের সগ্ধেগ কি™ব্দকেটের তুলনা হয়। অন্য কোথাও সেটা নেই। জনপ্রিয়তায় বিশে^ ফুটবলের ধারেকাছে নেই কি™ব্দকেট। আমাদের দেশেও তো তাই ছিল। কিল্কপ্পস্টুু এখন বদলে গেছে। এখন আমি চাই না কি™ব্দকেট পিছিয়ে যাক, আসলে এগিয়ে যেতে হবে ফুটবলকে। এমনিতে ফুটবলের বাইরে তার প্রিয় খেলা কি™ব্দকেটই। যেমনটা বলছিলেনÑ‘সুযোগ পেলেই আমি কি™ব্দকেট খেলি। বিকেএসপিতে আমার দুই ব্যাচ জুনিয়র সাকিব আল হাসান। আমার পাশের রুমে থাকত সে। এখনো নিয়মিত যোগাযোগ হয় তার সগ্ধেগ। কথা বলি কি™ব্দকেট নিয়ে।
জাতীয় দল এবং ডিডো
এমনিতে আর্জেন্টোইন ফুটবলের ভক্ত তিনি। কিল্কপ্পস্টুু ব্রাজিলিয়ান ডিডোর ফুটবল শেখানোর প™¦ন্ধতিটা মু¹º¦ন্ধ করেছে এমিলিকেÑ‘আসলে অল্ক‹প্টপ্প কিছুদিনেই আমার মনে হচ্ছে, তিনি অসাধারণ কোচ। ডিডো বই পড়ে কোচ নন। খেলে তবে এসেছেন এ পর্যল্কপ্পস্টু। আমার বিশ^াস, তিনি আমাদের ফুটবলকে ঠিক পথে নিয়ে যাবেন। তবে অবশ্যই এ জন্য তাকে আমাদের সহযোগিতা করতে হবে। দায়ব™¦ন্ধ হতে হবে আরো। সালাউদ্দিন ভাই তো কথা রেখেছেন। মাঠে আবারো দর্শক নিয়ে এসেছেন। এখন সেই দর্শক ধরে রাখার দায়িÍ^টা আমাদের।’
আহঃ শৈশব!
পিরোজপুরের কলাখালীর সেই দিনগুলো এখনো টানে তাকে। যখনই একা থাকেন, ব্যক্তি আমি বড় হয়ে ওঠে, তখন মন চলে যায় সেই শৈশবে। আহ! শৈশব! ‘মানুষ কখনো তার জল্প§স্টল্ট’ান ভুলতে পারে না। আমিও মিস করি সেই দিনগুলো। এখন হয়তো আমাকে অনেকেই চিনছে। কিল্কপ্পস্টুু আমি আমার শৈশবের বল্কপ্প¦ন্ধু সুজন, কামরুলদের কাছে সেই এমিলি, উদয়কাঠি গ্রামের মানুষদের কাছে ইদ্রিস আলীর ছেলে। ওরা তাকিয়ে আছে আমার দিকে। মাঝে মধ্যে মন চায়, রাতের অল্কপ্প¦ন্ধকারে ঢাকা শহর ছেড়ে পালিয়ে যাই গ্রামে। কিল্কপ্পস্টুু জানি, আমার ব্যক্তিগত আবেগের চেয়ে দেশ বড়। আমাকে কিছু করতেই হবে বাবার জন্য, বল্কপ্প¦ন্ধুদের জন্য, দেশের জন্য।’
এমন করে ভাবেন যিনি, সেই এমিলির জন্য হয়তো সুন্দর আগামীই অপো করছে।
জাহিদ হোসেন এমিলি
জল্প§ তারিখ : ২০ ডিসেল্কম্ফ^র ১৯৮৭
জল্প§স্টল্ট’ান : কলাখালী, পিরোজপুর
বাবা : ইদ্রিস আলী
মা : হাওয়া বেগম
প্রিয় খেলা (ফুটবল ছাড়া) : কি™ব্দকেট
প্রিয় দল (দেশ) : মোহামেডান
প্রিয় দল (বিদেশ) : ম্যানইউ, বার্সা
প্রিয় খেলোয়াড় : লিওনেল মেসি, শহিদ আফি™ব্দদি
প্রিয় ব্যক্তিÍ^ : বাবা, মা
প্রিয় গায়ক : বালাম, হাবিব
প্রিয় : অভিনেতা: মোশরফ করিম, তিশমা
শখ : বল্কপ্প¦ন্ধুদের সগ্ধেগ ঘুরে বেড়ানো
প্রিয় খাবার : ভুনা খিচুড়ি
অবসরে : গান শোনেন, বই পড়েন
প্রিয় লেখক : হুমায়ুন আহমেদ

Tuesday, December 30, 2008

২০০৮

বছরট কেমন কাটলো?
-এক কথায় উত্তর দিলে অসাধারন! কল্পনাকে ছাপিয়ে যাওয়া কিছু ঘটনা এসেছে আমার জীবনে। আমি জেনেছি বেচে থাকার নতুন মানে.. ঘরকুনো এই আমি সারা বছরই ঘুড়ে বেরিয়েছি। এজন্য অবশ্যই ধন্যবাদ পাবে এমন একজন যাকে এই বছর আমি পেয়েছি। বছরের এই শেষপ্রান্তে এসে নিজেকে একজন সুখী মানুষ বলতে আপত্তি নেই আমার... :)))

Saturday, February 23, 2008

শৈশবে ফেরা...


কক্সবাজার সমুদ্র সৈকতে বসেছিল প্রথম জাতীয় ঘুড়ি উৎসব। শৈশবে ফেরানো সেই উৎসব কাভার করতে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতাই এখানে তুলে ধরার চেস্টা করেছি-


শৈশব স্মৃতি এ কারণেই মধুর, কারণ তখন কোনো শৈশব স্মৃতি ছিল না; ফেলে আসা সেসব দিনের গুরুত্বটা এভাবেই ব্যাখ্যা করেছিলেন কোনো এক দার্শনিক। সেই দুর্লভ শৈশব আবারো ফিরে আসার যখন হাতছানি, তখন সুযোগটা মিস করবো কেন? ছোট্ট জীবনের ছোট্ট ইচ্ছেগুলো অপহৃর্ণ রাখার কোনো মানে হয় না।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এই সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসব! জাতীয় ঘুড়ি উড়ানো উৎসব। কায়সার ভাই যখন বললেন ‘যাবেন নাকি কক্সবাজার? তিনদিনের ট্যুর’তখন একটু দ্বিধা নিয়ে বলেছিলাম-‘যাবো।’
দ্বিধায় থাকার কারণ একটাই, ২৫ জানুয়ারি মানে শুক্রবার আমাদের একটি সাংবাদিক সংস্থার নির্বাচন। আমার অনেক প্রিয় মানুষ এরইমধ্যে ফোন করে 'ভালো আছো, অনেক দিন দেখা হয় না ' এই কথার ফাঁকে ভোট চাওয়ার কাজটা সেরে নিয়েছেন। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হবে সেটা ভোটের চেয়েও বেশি হয়ে উঠেছিল। তাই তো এই দ্বিধা কিন্তু যখন শুনলাম, ঘুড়ি উড়ানো উৎসব, তখন মনে হলো এমন গেট টুগেদার অনেক করা যাবে, কেন জানি ভোট দেয়াটাকেও অর্থহীন মনে হতে লাগল! ভাবলাম ফিরে যাই না একটু সেই শৈশবে...
.......
মাসুদ পারভেজ আমার পুরনো সহকর্মী। ভোরের কাজের পর আমার দেশেও কিছুদিন ছিলেন। এখন কাজ করছেন বিডি নিউজে। সাম্প্রতিক সময়ে পারভেজ এমন ট্র্যাকিং মিস করেছেন, এই তথ্য নেই কারো কাছে। ওর সঙ্গে যোগাযোগ করে জানলাম রাকিবও যাবে। রাকিব আমার ভোরের কাগজের সহকর্মী, বন্ধু।
আমি অবশ্য শৈশব ফিরে পাবো বলেই রোমাঞ্চিত! মনে আছে এখনো-সেই ছোটবেলা, ঘুড়ি উড়ানো, সুতো কেটে যাওয়া; এরপর কান্নাকাটি...
হারিয়ে গেছে সব!
কে বলেছে হারিয়ে গেছে সব, শুক্রবারই তো আবার হাতে তুলে নেবো নাটাই! ঘুড়ি উড়াবো সমুদ্র সৈকতে। সব টেনশন একপাশে সরিয়ে রেখে ওই ঘুড়ির মতো উড়ে বেড়াবো ইচ্ছেমত! ভোকাট্টা ঘুড়ি...
গত বছর সেন্ট মার্টিনে বেশ উপভোগ করেছিলাম। এবারো প্রতিটি সেকেন্ড উপভোগের পরিকপ্পনা নিয়েই যাচ্ছি। চাঁদের আলোয় সি-বিচে ছুটোছুটি, গলা ছেড়ে গান, সব চলবে...
.......
২৪ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ফকিরেরপুল থেকে গাড়িতে উঠতে গিয়েই আবারো সেই দ্বিধা! যেভাবে বৃস্টি পড়ছে কাল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ঘুড়ি উড়বে তো? নাকি অসময়ের এই বৃস্টি শেষ করে দেবে সব? এমনিতে বাস জার্নি আমার খুব একটা পছন্দের নয়। কিন্তু ইন্ডিপেন্টেডের সবুজ ভাই, চ্যানেল আইয়ের পান্থ’, যুগান্তরের পারভেজ ভাই, আরটিভির শিপলু, জেমস ভাই, চ্যানেল ওয়ানের আহমেদ রাকিব, সমকালের সঞ্জয়, ফোকাস বাংলার সান্টু, মাসুদ পারভেজ আর রাকিবের সঙ্গে আড্ডা দিতে দিতে কখন যে বন্দর নগরী চট্টগ্রামে গাড়ি পৌঁছে গেল টেরই পেলাম না!
সকালে কান্তি নিয়েই পৌঁছলাম কক্সবাজারে। পর্যটন কর্পোরেশনের হোটেল লাবণীর ডরমেটরিতে অবশ্য বিশ্রামের সুযোগ মিললো না। সেই সকালেই শুরু হয়ে গেল ব্যস্ততা। ট্র্যাকিংয়ে গিয়ে আসলে শুয়ে থাকার কোনো মানে হয় না। পবর্তারোহী ‘এক্সট্রিমিস্ট’ দল হোটেল লাবণীর ছাদ থেকে নামানো দড়ি বেয়ে উপড়ে উঠছে, এই দৃশ্য দেখতে দেখতেই মনে হলো সকালের খাবার নেয়া উচিত। কেননা কিছুণ পরই তো সি-বিচে শুরু হবে সেই ঘুড়ি উৎসব!
.......
কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ঘুড়ি উৎসবের মহৃল ভেন্যু। আমাদের একদিন আগেই কক্সবাজার হাজির হওয়া আলিম ভাইকে পেয়ে গেলাম সেখানে। ঘুড়ি উৎসবের অফিসিয়াল ফটোগ্রাফার বলেই একদিন আগে হাজির থাকতে হয়েছে তাকে। পরিচয় হলো রাকিবের ছোট ভাই তানভীরের সঙ্গে। পেশাগত কারণে এখন ও থাকছে সেখানে। মনে হচ্ছে গাইডের পাশাপাশি আরো অনেক সুবিধাই নেয়া যাবে তানভীরের কাছ থেকে।
কিন্তু সেসব ভাবার সময় কোথায়? আমার চোখ তখন বঙ্গোপসাগরে নয়, আকাশে। কেননা তখন নীল আকাশে খেলা করছে নানা রঙের ঘুড়ি। ঢাকায় ওইদিন ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃদ্বি নেমে এলেও কক্সবাজারে রৌদ্রোজ্জ্বল দিন! আমার সেই শঙ্কা উধাও!
.......
উৎসবের জন্য আয়োজকরা তৈরি করেছিলেন আড়াইশ ডিজাইনের ঘুড়ি। সেসব ঘুড়ির জন্য অভিনব নামও রেখেছিলেন। বৈচিত্র্যপহৃর্ণ নামগুলো এরকম-বেসাতি, ড্রাগন, ডেল্টা, রয়েল বেঙ্গল টাইগার, বক্স, মাছরাঙা, তোতা পাখি, ফরিঙ, ফিঙ্গে, প্রজাপ্রতি, গোল্ডফিশ, হাঙ্গর, ইগল, ডলফিন, অক্টোপাস, সাপ, মৌচাক, প্যাঁচা, মিকি মাউস কিংবা সান্তাক্লজ!
.......
শুক্রবার ছুটির দিন এমনিতেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় একটু বেশিই ছিল। কিন্তু শুধু সমুদ্র নয়, এই ঘুড়ি উৎসব ও টেনেছে সবাইকে। সবাই যেন নস্টালজিয়ায় পড়ে গেছেন! তেমনি একজন ঢাকার ইস্টাটনের জুবায়ের। ঘুড়ি উড়াতে উড়াতে বলছিলেন, ‘সত্যিই আমি যেন সেই শৈশবে ফিরে গেছি। কতদিন পর যে আবার নাটাই হাতে তুলে নিলাম!’ একইভাবে অতীতে ফিরে গেলেন প্রৌঢ়ত্বে পা দেয়া ব্যববসায়ী মাসুম ইকবাল, ‘কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে, আকাশের দিকে তাকাতেই ভুলে গিয়েছিলাম। আকাশের দিকে তাকালে তো মনটাও আকাশের মতো বিশাল হয়ে যায়! মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি আবার। এই দিনটার কথা ভুলবো না কখনো।’
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ছেয়ে গিয়েছিল রংবেংয়ের ঘুড়িতে। এমনিতে ১০৮ জন প্রতিযোগীর ঘুড়ি উড়ানোর কথা থাকলেও কক্সবাজারে আসা হাজারো পর্যটক কিছুণের জন্য হলেও হাতে তুলে নিয়েছিলেন নাটাই। এভাবেই যেন পৃর্ণতা পেয়েছে প্রথম জাতীয় ঘুড়ি উৎসব। পহৃর্ণতা পাওয়ার পেছনে যার সবচেয়ে বড় ভূমিকা ছিল সেই ফেডারেশন সম্পাদক শাহজাহান মৃধা বেনু বলছিলেন, ‘আমরা চেয়েছি এক ঢিলে দুই পাখি মারতে! মানে বঙ্গোপসাগরের ঠিক সামনে চমৎকার পরিবেশে ঘুড়ি উড়ানো আর প্রাকৃতিক সপতাশ্চর্যের সম্ভাব্য তালিকায় এগিয়ে থাকা কক্সবাজারকে আরো বেশি আলোচনায় নিয়ে আসা। ঘুড়ি আর কক্সবাজার দুটোই এখন আমাদের সংস্কৃতির অংশ। এটা ঠিক ২৮০০ বছর আগে থেকে শুরু হওয়া এই সংস্কৃতি নিয়ে আগের মতো উন্মাদনা নেই। তাই তো আমরা চেয়েছি সমুদ্রের সামনে এই উৎসবটা জমিয়ে তুলতে। যাতে ১২০ কিলোমিটারের এই দীর্ঘ সমুদ্র সৈকতও উঠে আসে আলোচনায়। সত্যিই আমরা ভাগ্যবান যে, সবাই সত্বম্ফূর্তভাবেই বিষয়টা নিয়েছে।’
.......
শনিবার মানে ২৬ জানুয়ারি কোনো কাজ নেই! আয়োজকরা জানিয়ে দিয়েছেন ইচ্ছেমত ঘুরে বেড়াবেন আপনারা। কিন্তু রাকিব ঠিক ছন্নছাড়ার মতো ঘুরে বেড়ানোর মানুষ নয়। এখানেও নিখুঁত প্ল্যান, ‘আজকের দিনটাকে কাজে লাগাবো আমরা। প্রথমে যাবো হিমছড়ি, এরপর ইনানি বিচ।’ পরিকপ্পনা বাস্তবায়নের জন্য তানভীর তো আছেই। একটা গাড়ি ম্যানেজ করলো ও। আর তাতে চড়েই আমরা রওনা হলাম হিমছড়ি। ছোট ওই ঝরনাকে ঘিরে পর্যটকদের অনেক ভিড় থাকলেও আসলে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই! একই কথা প্রযোজ্য কক্সবাজারের ক্ষেত্রেও। আমরা শুধু সর্ববৃৎ সি-বিচের কথাই বলি, কিন্তু এটা বলি না যে এখানে কী সুযোগ-সুবিধা আছে? সময় কাটানোর জন্য আসলে তেমন কিছুই নেই। এতো বড় বিচের পুরোটাতেই পরিকল্পনার বড় অভাব।
কিন্তু ইনানিতে গিয়ে রীতিমত মুগ্ধ হলাম। নীল জল! সব যেন সাজানো গোছানো!
এমন নোনা জলের হাতছানি পাশ কাটাবো কি করে? তানভীর, আসিফুল ইসলাম সাদ, আলীম ভাই, পারভেজ, সঞ্জয়, জেমস-আমরা সবাই নেমে গেলাম পানিতে। কক্সবাজার থেকে ১৮ কিলোমিটার দুরের এতো সুন্দর সৈকত, না দেখে গেলে আফসোস থেকে যেতো!
.......
এবার ফেরার পালা! আমরা গাড়িতে উঠলাম রাত ১টায়। ঢাকার বৃষ্টি তখন কক্সবাজারেও। রেস্টুরেন্ট অ্যাঞ্জেল ড্রপ থেকে ফেরার পথে চার নম্বর বিপদ সংকেতের খবর পেলাম। আমাদের মধ্যে অনেকেই চাইছিলেন দ্রুত ঢাকা ফিরতে, মধ্যরাতে চলতে শুরু করল গাড়ি। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে গাড়ি চালাতেই হিমশিম খাচ্ছিলেন ড্রাইভার!
কিন্তু এনিয়ে আমাদের কোনো তাড়া ছিল না। কেননা তখন গাড়িতে আসর জমিয়ে তুলেছেন ছেলে-বুড়ো সবারই প্রিয় সেলিম ভাই! গলা ছেড়ে জিয়া, স্বপন, নওরোজদের সঙ্গে গান গাইছেন তিনিও।
এভাবেই কখন যে ঢাকায় পৌঁছে গেলাম, বুঝলামই না! ৮ ঘণ্টার পথ ১৩ ঘণ্টায় আসার পরও মনে হচ্ছিল আরেকটু দেরি হলো না কেন?
ভাবছিলাম এই তো আবার শুরু হলো নাগরিক ব্যস্ততা; বেঁচে থাকার যন্ত্রণা!

Wednesday, January 23, 2008

ভোকাট্টা ঘুড়ি

শৈশব স্মৃতি এ কারনেই মধুর, কারন তখন কোন শৈশব স্মৃতি ছিলনা ; ফেলে আসা সেইসব দিনের গুরুত্বটা এভাবেই ব্যখা করেছিলেন কোন এক দার্শনিক। সেই দুর্লভ শৈশব আবারো ফিরে আসার যখন হাতছানি , তখন সুযোগটা মিস করবো কেন?
কক্সবাজার যাচ্ছি। পৃথীবির সবচেয়ে দীর্ঘ এই সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসব! জাতীয় ঘুড়ি উৎসব। কায়সার ভাই যখন বললেন 'যাবেন নাকি কক্সবাজার? তিন দিনের টুর' -তখন একটু দ্বিধা নিয়ে বলেছিলাম ‌'যাবো'।
দ্বিধায় থাকার কারন একটাই -শুক্রবার ক্রীড়া লেখক সমিতির নির্বাচন। আমার অনেক প্রিয় মানুষই এরইমধ্যে ফোন করে বলেছেন ‌তাদের ভোট দেয়ার জন্য। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হবে সেটা ভোটের চেয়েও বেশি হয়ে উঠেছিল। তাইতো এই দ্বিধা। কিন্তু যখন শুনলাম -ঘুড়ি উড়ানো উৎসব, তখন মনে হলো এমন গেট টুগেদার অনেক করা যাবে, ভোট দেয়া টেয়া ফালতু ব্যাপার! ফিরে যাই না একটু সেই শৈশবে...
বাবু'র সঙ্গে যোগাযোগ করে জানলাম রাকিবও যাবে। তারা দুজনই আমার ভোরের কাগজের সহকর্মী, বন্ধু। দুজন অবশ্য আমারই মতো এখন ঠিকানা বদলে ভিন্ন জায়গায়। ওরা থাকছে ; মন্দ হবে না কক্সবাজার মিশন।
আমি অবশ্য শৈশব ফিরে পাবো বলেই রোমাঞ্চিত! মনে আছে এখনো -সেই ছোট বেলা, ঘুড়ি উড়ানো, সুতো কেটে যাওয়া এরপর কান্নাকাটি...
হারিয়ে গেছে সব!
কে বলেছে হারিয়ে গেছে সব, শুক্রবারই তো আবার হাতে তুলে নেবো নাটাই! ঘুড়ি উড়াবো সমুদ্র সৈকতে। সব টেনশন একপাশে সরিয়ে রেখে ওই ঘুড়ির মতো উড়ে বেড়াবো ইচ্ছে মতো!
গত বছর সেন্ট মার্টিনে বেশ উপভোগ করেছিলাম। এবারো প্রতিটি সেকেন্ড উপভোগের পরিকল্পনা নিয়েই যাচ্ছি। ট্র্যাকিংয়ে গিয়ে আসলে শুয়ে থাকার কোন মানে হয়না। শুনেছি রাকিবের ছোটভাই এখন ওখানে আছে। ওর কাছ থেকে একটা জিপ পাওয়া গেলে বেশ জমবে!
কাল মানে বৃহস্পতিবার রাতে গাড়িতে উঠবো। এমনিতে বাস জার্নি আমার খুব একটা পছন্দের নয়। আশা করছি সবার সঙ্গে মন্দ হবেনা। সকালে ক্লান্তি নিয়েই হয়তো পৌছবো কক্সবাজারে। তাতে কী ? নেমে পড়বো, ইচেছ আছে ওইদিনই সমুদ্রের জল ছুঁয়ে দেখার।
ভুল বললাম আমার পরিকল্পনা আসলে সমুদ্র স্নানের! নোনা জলের হাতছানি পাশ কাটাবো কি করে?
এরপর পুর্নিমার আলোয় সী বিচে ছুটোছুটি,গলা ছেড়ে গান এবং য়্যালকোহল...

Tuesday, January 22, 2008

বোধদয় !

বোধদয়- এই শব্দটার এরচেয়ে সফল প্রয়োগ এর আগে করার সুযোগ পাইনি! সঙ্গে মনে পড়ছে ছোট বেলায় পড়া 'গাধার ঘোলা জল খাওয়ার' সেই গল্প। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. নিমচন্দ্র ভৌমিক ও ড. সদরুল আমিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বলা উচিত মুক্তি দিতে বাধ্য হয়েছে ফকরুদ্দিনের তত্বাবধায়ক সরকার। তাহলে এতো নাটকের মানে কী?
যে পেশী শক্তির রাজনীতি অবসানের কথা বলে শপথ নিয়েছিল এই সরকার সেখানে সম্মানিত শিক্ষকদের নিয়ে তারা যা করলো তাকে যদি কেউ ওই পেশী শক্তির বাহাদুরীর সঙ্গে তুলনা করেন, তাহলে কী খুব অন্যায় হয়ে যাবে?
প্রশ্নটির উত্তর কিছুদিন আগেই পেয়েছি আদালতে দেয়া শিক্ষক ড. আনোয়ার হোসেনের জবানন্দী থেকে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র তুলে এনেছেন তিনি।
* অসম্পুর্ন। পরে এক সময় লেখাটা শেষ করবো!

Tuesday, January 1, 2008

২০০৮

হুমায়ুন আজাদের কবিতা; ভালো থেকো: শুভ কামনা ইত্যাদি....

বুকিং

Friday, December 21, 2007

বুকিং

চাংক নিয়ে রাখলাম। পড়ে আপডেট হবে: ইদ নিয়ে কপচানী আর কী!