বছরট কেমন কাটলো?
-এক কথায় উত্তর দিলে অসাধারন! কল্পনাকে ছাপিয়ে যাওয়া কিছু ঘটনা এসেছে আমার জীবনে। আমি জেনেছি বেচে থাকার নতুন মানে.. ঘরকুনো এই আমি সারা বছরই ঘুড়ে বেরিয়েছি। এজন্য অবশ্যই ধন্যবাদ পাবে এমন একজন যাকে এই বছর আমি পেয়েছি। বছরের এই শেষপ্রান্তে এসে নিজেকে একজন সুখী মানুষ বলতে আপত্তি নেই আমার... :)))
সাতচাড়া
4 weeks ago
No comments:
Post a Comment